পারটেক্সকে হারিয়ে সুপার লিগ নিশ্চিত করলো শেখ জামাল
- নয়া দিগন্ত অনলাইন
- ১৫ এপ্রিল ২০২৪, ২৩:৫৬
লিগে দশম রাউন্ডের ম্যাচে পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) সুপার লিগ নিশ্চিত করলো শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি পারটেক্স স্পোর্টিং ক্লাব। শেখ জামালের বোলারদের নৈপুণ্যে ১০ বল বাকি রেখে ২০৮ রানে অলআউট হয় পারটেক্স। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন আহরার আমিন। এছাড়া জাহিদুজ্জামান ৩২ ও তানভীর হায়দার ৩০ রান করেন। শেখ জামালের শফিকুল ইসলাম ৪টি ও তাইবুর রহমান ৩টি উইকেট নেন।
জবাবে অধিনায়ক নুরুল হাসান সোহানের হাফ-সেঞ্চুরিতে ২৪ বল বাকি রেখে জয় তুলে নেয় শেখ জামাল ধানমন্ডি ক্লাব। পাঁচ নম্বরে নেমে ৮টি চার ও ২টি ছক্কায় ৭৫ বলে অনবদ্য ৭৬ রান করেন সোহান। এছাড়া সৈকত আলি ৪১ ও তাইবুর অপরাজিত ৩৯ রান করেন। বল হাতে ৩ উইকেট ও ব্যাট হাতে ৩৯ রান করে ম্যাচ সেরা হন তাইবুর।
১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে আছে শেখ জামাল। ১০ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের ১১তম স্থানে পারটেক্স স্পোর্টিং।
সূত্র : বাসস