০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

এবার ছয় বলে ছয় ছক্কা নেপালের ক্রিকেটারের

দীপেন্দ্র সিং ঐরি - ছবি : সংগৃহীত

অনন্য কীর্তি গড়লেন নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং ঐরি। নাম লেখালেন ইতিহাসের পাতায়। বাঘা বাঘা ব্যাটারদের কাছে যা স্বপ্ন, টানা ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে সেটাই করে দেখারেন দীপেন্দ্র। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট এ কীর্তি দেখলো তৃতীয়বার।

শনিবার (১৩ এপ্রিল) কাতারের বিপক্ষে এক ওভারে ৬ ছক্কা হাঁকিয়েছেন নেপালের দীপেন্দ্র। ম্যাচের ১৯তম ওভারে কামরান খানের বলে এই কাণ্ড ঘটান তিনি। তাতে তৃতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির এক ওভারে ৬ ছক্কা মারার নজির গড়লেন এই নেপালি।

২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে স্টুয়ার্ট ব্রডকে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই রেকর্ড ২০২১ সালে এসে ছুঁয়ে ফেলেন পোলার্ড। কুলিজ গ্রাউন্ডে শ্রীলঙ্কার বিপক্ষে ধনাঞ্জয়া ডি সিলভার এক ওভারে ছয় ছক্কা মারেন তিনি। এবার সে তালিকায় যোগ হলেন দীপেন্দ্র সিং।

দীপেন্দ্র শেষ পর্যন্ত ২১ বলে ৬৪ রান করে অপরাজিত ছিলেন। তাতে ৭ উইকেটে করে ২১০ রান তুলে নেপাল। অন্যদের মধ্যে আসিফ শেখ ৫২, কুশাল মাল্লা ৩৫ রান করেন। জবাবে ৯ উইকেটে ১৭৮ রান পর্যন্ত কর‍তে পারে কাতার। কাতারের হয়ে ৩৩ বলে ৬৩ রান করেন তানভীর।

ব্যাট হাতে তাণ্ডব চালানোর পর বল হাতেও উইকেটের দেখা পেয়েছেন দীপেন্দ্র। জোড়া উইকেট তুলে নেন তিনি। গুলশান ঝা ও রাজবশংশীও নেন জোড়া উইকেট।

দীপেন্দ্র অবশ্য এবারই প্রথম আলোচনায় আসেননি, এর আগেও এমন বিস্ফোরক ব্যাটিংয়ের নজির ছিল নেপালের এই তরুণের। গত বছর এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিপক্ষে মাত্র ৯ বলে অর্ধশত করেন তিনি। ভেঙে দেন টি-টোয়েন্টিতে যুবরাজের দ্রুততম ফিফটির (১২ বল) রেকর্ড।


আরো সংবাদ



premium cement
সিদ্ধিরগঞ্জে শেখ রেহানা-জয়-পুতুলের বিরুদ্ধে মামলা পূর্ব সুন্দরবনের শেলারচরে শীতে জেলের মৃত্যু সাবেক প্রতিমন্ত্রী শরীফ ও বক্ষব্যাধির কর্মকর্তা সাজ্জাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ আগরতলায় ফিরলেন সহকারী হাইকমিশনার কাঁটাতারের বেড়া দিতে বাধা বিজিবির, বিএসএফকে সহায়তায় এলো স্থানীয়রা জাস্টিন ট্রুডো : উত্থান ও উত্তরাধিকার পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট চালু চিরিরবন্দরে তুলার গুদামে আগুন গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব প্রদানের নির্দেশ রূপগঞ্জে পুলিশ পরিচয়ে দুই প্রবাসীর গাড়িতে ডাকাতি কক্সবাজারে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় গ্রেফতার ৩

সকল