১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ফের মোস্তাফিজের মাথায় পার্পল ক্যাপ

ফের মোস্তাফিজের মাথায় পার্পল ক্যাপ - ছবি : সংগৃহীত

 

আইপিএলের প্রথম ম্যাচ থেকেই দারুণ পারফরম্যান্সের কারণে পার্পল ক্যাপের মালিক ছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু প্রথম তিন ম্যাচ খেলেই হঠাৎ দেশে ফিরেছিলেন তিনি। এরপর তার দল চেন্নাই সুপার কিংস হেরেছে হায়দরাবাদ সুপার জায়ান্টসের বিপক্ষে। মুস্তাফিজও হারিয়ে ফেলেন পার্পল ক্লাব। এরপর আজ কলকাতার বিপক্ষে দলে ফিরলেন মুস্তাফিজ। চেন্নাইয়ের ঘরের মাঠে দেখালেন জাদু। কাটার আর স্লোয়ারে নাভিশ্বাস তুললেন কলকাতার ব্যাটারদের। শেষ পর্যন্ত ফিরে পেলেন হারানো পার্পল ক্যাপও।

সোমবার (৮ এপ্রিল) এম চিদাম্বরম স্টেডিয়ামে কলকাতার বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় চেন্নাই। ব্যাট করতে নেমে কলকাতা নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৭ রান সংগ্রহ করে। এই ম্যাচে দলে ফিরে দুর্দান্ত বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে মাত্র ২২ রান দিয়ে শিকার করেছেন ২ উইকেট। ফলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপ ফিরে পেয়েছেন তিনি।

এম চিদাম্বরমের পিচে মোস্তাফিজ কার্যকরী হতে পারেন তা মুস্তাফিজকে দলে ভিড়িয়েই জানিয়েছিল চেন্নাই। তবে দীর্ঘদিন থেকে নিজেকে হারিয়ে খোঁজা মুস্তাফিজ কতটা কী করতে পারবেন তা নিয়ে সন্দেহ ছিলই। মাথিশা পাথিরানা দলে থাকায় কাটার মাস্টারের একাদশে থাকা নিয়েও শঙ্কা ছিল। কিন্তু পাথিরানার ইনজুরিতে কপাল খুলে যায় মোস্তাফিজের। প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে মাত্র ২৯ রান দিয়ে ৪ উইকেট শিকার করেন তিনি। দলকে জিতিয়ে পান ম্যাচসেরার খেতাবও।

পরের ম্যাচে গুজরাট টাইটান্সের বিপক্ষেও ৩০ রান দিয়ে ২ উইকেট শিকার করেন মোস্তাফিজ। টানা উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির পার্পল ক্যাপও দখলে রাখেন। দিল্লির বিপক্ষে তৃতীয় ম্যাচটা ভালো কাটেনি মুস্তাফিজের। ৪ ওভারে ৪৭ রান দিয়ে শিকার করেন ১ উইকেট। দলও হারে।

এরপর গত মঙ্গলবার (২ এপ্রিল) যুক্তরাষ্ট্রের ভিসা সংক্রান্ত কার্যক্রম সারতে দেশে ফেরেন মোস্তাফিজ। ফলে সানরাইজার্সের বিপক্ষে ম্যাচটি খেলতে পারেননি তিনি। সেই সাথে যুঝবেন্দ্র চাহলের কাছে পার্পল ক্যাপও হারান।

কলকাতার বিপক্ষে পার্পল ক্যাচ পুনর্দখলের পথে মোস্তাফিজ শুরু থেকেই দারুণ বোলিং করেন। প্রথম দুই ওভারে মাত্র ১২ রান দেন। এরপর তৃতীয় ওভারে অল্পের জন্য আন্দ্রে রাসেলের উইকেটটি পাননি তিনি। মোস্তাফিজের বলে সহজ ক্যাচ ছাড়েন চেন্নাইয়ের উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি।

তবে পরের ওভারেই হাসি ফুটেছে মুস্তাফিজের মুখে। শেষ ওভারের প্রথম বলেই কলকাতার অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে রবীন্দ্র জাদেজার ক্যাচে পরিণত করেন। আইয়ারের ক্যাচ ধরে জাদেজাও ১০০ ক্যাচের মাইলফলক পূর্ণ করেন। সেই ওভারের চতুর্থ বলে মিচেল স্টার্কও রাচিন রবীন্দ্রর হাতে ধরা পড়েন।

এবারের আইপিএলে মাত্র ৪ ম্যাচেই ৯ উইকেট শিকার করলেন মোস্তাফিজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী যুঝবেন্দ্র চাহলের ঝুলিতে আছে ৮ উইকেট।

 


আরো সংবাদ



premium cement
খাগড়াছড়িতে গাড়ি উল্টে যুবক নিহত ডিসেম্বরের পর নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করতে হবে : গোলাম পরওয়ার অন্তর্বর্তী সরকার সমৃদ্ধ-সুশাসিত বাংলাদেশ গঠনে অঙ্গীকারবদ্ধ : প্রধান উপদেষ্টা ইউক্রেনে শান্তিরক্ষী মোতায়েনের প্রস্তাব : ম্যাক্রোঁ ও টাস্কের বৈঠক বেনাপোল বন্দরে এলো আমদানি করা ৪৬৮ টন আলু রাজশাহীতে পাহারাদারের লাশ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন শ্রমিকদের মাঝে বেতন বৈষম্য দূর করতে হবে : গোলাম পরওয়ার হেলাল হাফিজ : একটি কবিতা লিখে যিনি ছাত্রাবস্থায় তারকাখ্যাতি পেয়েছিলেন পার্লামেন্টে প্রথম বক্তৃতায় যা নিয়ে কথা বললেন প্রিয়াঙ্কা গান্ধী যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী রিশাদ মুক্তিযোদ্ধাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করলেন আমিরে জামায়াত

সকল