নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সম্ভাব্য স্কোয়াড
- নয়া দিগন্ত অনলাইন
- ০৮ এপ্রিল ২০২৪, ১৯:৪৬
নিউজিল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের ৫ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৮ এপ্রিল। সিরিজটিকে সামনে রেখে মঙ্গলবার ১৮ সদস্যের দল ঘোষণা করবে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।
সোমবার ডেইলি জংগ জানায়, মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে পিসিবির স্কোয়াড ঘোষণা করার কথা রয়েছে।
পিসিবির একটি সূত্রে সংবাদমাধ্যমটি জানিয়েছে, স্কোয়াডে উসমান খান, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির ও ইরফান নিয়াজির থাকার সম্ভাবনা রয়েছে।
তাছাড়া পুরাতনদের মধ্যে বাবর আজম, সাইম আইয়ুব, মোহাম্মদ রিজওয়ান, শাদাব খান ও ইফতেখার আহমেদকেও রাখা হবে।
এর বাইরে আজম খান, শাহিন আফ্রিদি, নাসিম শাহ ও জামান খানেরও থাকার সম্ভাবনা রয়েছে। আর আবরার আহমেদ ও উসামা মিরের মধ্যে একজন থাকবেন স্কোয়াডে।
পেসার হারিস রউফ ইনজুরির কারণে সিরিজ থেকে আগেই ছিটকে গেছেন। তবে আঘা সালমান, সাহিবজাদা ফারহান, ফখর জামান, ওয়াসিম জুনিয়র ও আব্বাস আফ্রিদিও থাকবেন বলে সূত্রটি জানিয়েছে।
সূত্র : ডেইলি জংগ
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা