১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

টেস্ট সিরিজে শান্ত-সাকিবদের পারফরম্যান্সে হতাশ প্রধান নির্বাচক

জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু - সংগৃহীত

টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হলেও বেশ লড়াই করেছিল বাংলাদেশ, ওয়ানডে সিরিজ তো রেখেছিল নিজেদের দখলেই। ফলে টেস্টেও দারুণ কিছুর আশায় ছিল সমর্থকেরা। অন্তত সেয়ানে সেয়ানে লড়াই দেখতে চেয়েছিল তারা। তবে নাজমুল হোসেনরা পারেননি সেই প্রত্যাশা পূরণ করতে। লঙ্কানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ।

টেস্ট সিরিজে বাংলাদেশ দলের করুণ পারফরম্যান্সে অন্য সবার মতোই হতাশ জাতীয় দলের নতুন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তার মতে, যথাযথ প্রস্তুতির অভাব এবং কন্ডিশন থেকে সুবিধা না পাওয়ায় বাংলাদেশ টেস্ট দলের এই করুণ চিত্রটা সবার সামনে উঠে এসেছে।

সাদা জার্সিতে বাংলাদেশের বেশিরভাগ সাফল্য মিরপুরে। তবে এবার সেখানে কোনো ম্যাচ রাখা হয়নি। সিলেট ও চট্টগ্রামের স্পোর্টিং উইকেটে হয়েছে টেস্ট সিরিজের দুটি ম্যাচ। এ ধরনের উইকেটে দুদলের জন্যই সমান সুবিধা থাকে। যেই সুযোগটা শ্রীলঙ্কা কাজে লাগাতে পারলেও পারেনি টাইগাররা।

দেশের একটি জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে লিপু বলেন, ‘টি-টোয়েন্টি এবং ওয়ানডে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হলেও দুটো টেস্টে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারিনি। এক বোলিং ছাড়া বাকি দুই বিভাগে আমরা প্রত্যাশার কাছাকাছিও যেতে পারিনি। টেস্টে মাত্র এক বিভাগে ভালো করলে যেরকম ফলাফল করার কথা, সেরকম ফলাফলই হয়েছে।’

ঘরের মাঠের সুবিধা না নিলে বাংলাদেশ দলটা আসলে কেমন, তাই যেন দেখতে চেয়েছিল বিসিবি। তবে ফলাফলে হতাশ তারা। প্রধান নির্বাচকের মন্তব্য, ‘আমরা লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রেখে সিরিজ খেললাম, যেখানে কোনো বাড়তি সুবিধা নেয়া হয়নি। আর তাতেই দেশের ক্রিকেটের প্রকৃত চিত্রটা উঠে এল।’

তবে অভিজ্ঞ ক্রিকেটারদের থেকে প্রত্যাশিত পারফর্ম না পাবার আক্ষেপও আছে তার। মুমিনুল, সাকিব ও লিটন প্রত্যেকেই তাদের রানটা তিন অঙ্কে নেওয়ার মতো অবস্থা তৈরি করে ফেলেছিল। নিজেদের সামর্থ্যের জানান দিতে অন্তত দুটো ইনিংস তো তিন অঙ্কে যেতেই পারত। এটা না হওয়ায়ও আমার আক্ষেপ আছে।’

এই হতাশা থেকে বের হতে কি করা প্রয়োজন, তাও বলে দেন লিপু। ‘দলের সাথে যারা থাকবে না, তাদের প্রস্তুতিটাকেও যথাযথ নিয়মের মধ্যে নিয়ে আসতে হবে। আমরা চাই যত বেশি সময় সম্ভব যেন ওরা খেলতে পারে। বাইরে না যেতে পারলে নিজেদের মধ্যে প্রাণবন্ত উইকেটে খেলানোর চেষ্টা করতে হবে।’


আরো সংবাদ



premium cement