ছোট্ট মেয়েকে নিয়ে ওমরায় আফ্রিদি, আবেগঘন বার্তা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৪ এপ্রিল ২০২৪, ১৯:২৩
পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহিদ খান আফ্রিদি। ছোট্ট মেয়েকে নিয়ে মসজিদে নববী চত্বরে হাঁটছেন- এমন একটি ছবি ফেসবুক পেজে শেয়ার করে গত ৩১ মার্চ বিষয়টি নিশ্চিত করেন তিনি নিজেই।
এরপর থেকেই বিশ্বব্যাপী অসংখ্য ভক্তের প্রশংসায় ভাসছেন সাবেক এই অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবারও নিজের পেজে ছোট্ট মেয়েকে নিয়ে তোলা কয়েকটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে মেয়ের সাথে বাবা আফ্রিদিকে বেশ প্রাণবন্ত দেখা যাচ্ছে।
ওই ছবিগুলোর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার জীবনের আলো, আমার ছোট্ট সোনাকে নিয়ে ওমরাহর পথে। কন্যাদের সাথে বাবা-মায়ের জন্য প্রার্থনা। কন্যারা আল্লাহর রহমত। আমাদের ধর্মমতে, তাদের সকল ইচ্ছা পূরণ এবং সঠিকভাবে বড় করা একটি মহৎ কাজ। আল্লাহ আমাদের সব নারীকে তার পবিত্র হেফাজতে রাখুন সবসময়। আমিন।’
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা