চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনের খেলা শুরু
- নয়া দিগন্ত অনলাইন
- ০২ এপ্রিল ২০২৪, ১০:২৬, আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ১১:৫৪
চট্টগ্রাম টেস্টের প্রথম তিন দিনে শ্রীলঙ্কার সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। একক রাজত্ব চলছে সফরকারীদের। চালকের আসনে তারাই। তবে চতুর্থ দিনে অবিশ্বাস্য কিছুর অপেক্ষায় বাংলাদেশ। যেকোনো মূল্যে ফিরতে চায় ম্যাচে।
প্রথম তিন দিনে কোনো প্রকার লড়াই করতে পারেনি বাংলাদেশ। বল হাতে ছিল যেমন সাদামাটা, ফিল্ডিং ছিল অদ্ভুতুড়ে সব ভুলে ভরা আর ব্যাট হাতে ছিল বিদঘুটে। সব মিলিয়ে স্বাগতিকেরা পূরণ করেছে ব্যর্থতার ষোলকলা। যেখানে ব্যাটিংটাই বেশি ভোগাচ্ছে দলকে।
বাংলাদেশ দল যেন টেস্টে রান করতেই ভুলে গেছে। শেষ ৫ ইনিংসের একটাতেও নেই ২০০ ছাড়ানো কোনো ইনিংস। সেই নিউজিল্যান্ড সিরিজ দিয়েই শুরু, সিলেট টেস্টের পর চট্টগ্রামেও ধরে রেখেছে ধারাবাহিকতা। প্রথম ইনিংসে অলআউট হয় ১৭৮ রানে।
এর আগে বল হাতেও লঙ্কান ব্যাটারদের তেমন চ্যালেঞ্জ জানাতে পারেনি বাংলাদেশ। প্রায় দুই দিন ব্যাট করে তারা। সেইসাথে একের পর এক ক্যাচ মিসে ৫৩২ রানের পাহাড় গড়ে শ্রীলঙ্কা।
জবাবে ১৭৮ রানেই অলআউট হয় বাংলাদেশ। পড়ে যায় ফলোঅনে। তবে বাংলাদেশকে ফলোঅন করায়নি লঙ্কানরা, নিজেরাই নেমে যায় ব্যাটিংয়ে। যদিও দ্বিতীয় ইনিংসে লঙ্কানদের বেশ ভালোই চেপে ধরেছে বাংলাদেশ। ১০০ পেরোতেই তুলে নিয়েছে ৬ উইকেট।
তবুও প্রথম ইনিংসের সৌজন্যে ইতোমধ্যে শ্রীলঙ্কা লিড নিয়েছে ৪৫৫ রানে। দুই অপরাজিত ব্যাটসম্যান এঞ্জেলা ম্যাথিউস ও প্রতাভ জায়সুরিয়া মিলে সেই লিড আরো বাড়িয়ে নিতে চাইবেন নিঃসন্দেহে। সেই লক্ষ্যেই দু'জনে মঙ্গলবার চতুর্থ দিনের খেলা শুরু করেছেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা