১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে শ্রীলঙ্কা

দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে শ্রীলঙ্কা - সংগৃহীত

স্বস্তি নিয়ে দ্বিতীয় দিনটা শেষ করা হলো না বাংলাদেশের। খুব কাছে গিয়েও বিপদ ছাড়া পাড়ি দেয়া গেল না শেষ বিকেল। শেষ মুহূর্তে মাহমুদুল হাসান জয়কে তুলে নিয়েছেন লাহিরু কুমারা। তাতেই যেন বেজে উঠলো বিপদের ঘনঘটা।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনও দখলে ছিল শ্রীলঙ্কার। প্রথম দিনের পর রোববারেও অধিকাংশ সময় ব্যাট করেছে তারা। রোববার অলআউট হবার আগে ১৫৯ ওভার ব্যাট করে ৫৩১ রানে থামে লঙ্কানদের ইনিংস। কোনো শতক না থাকলেও ছিল ৬টি ফিফটি।

জবাব দিতে নেমে জয় আর জাকিরের ব্যাটে ভালো শুরু পায় বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিলো হয়তো নিরাপদেই শেষ করা যাবে দিন। তবে শেষ পর্যন্ত তা আর হয়নি, ১ উইকেট হারিয়ে ১৫ ওভারে ৫৫ রান করেছে বাংলাদেশ। এখনো পিছিয়ে আছে ৪৭৬ রানে।

আউট হবার আগে জয় করেন ২১ রান। তাতে ১২.৩ ওভারে ভাঙে ৪৭ রানের উদ্বোধনী জুটি। জাকির অপরাজিত আছেন ৩৯ বলে ২৮ রানে। সাথে তাইজুল মাঠে আছেন ৯ বলে ০ রানে।

এর আগে ৫ উইকেটে ৩১৪ রান নিয়ে রোববার দ্বিতীয় দিনের মতো মাঠে নামে শ্রীলঙ্কা। অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা ও দিনেশ চান্দিমাল মিলে নতুন দিনে যোগ করেন আরো ৬১ রান। দু'জনের ৮৬ রানের জুটি ভাঙেন সাকিব। এনে দেন দলকে প্রথম উপলক্ষ।

দীনেশ চান্দিমালকে ফেরান বিশ্বসেরা এই অলরাউন্ডার। ১০৫.২ ওভারে ১০৪ বলে ৫৯ রান করা চান্দিমালকে লিটন দাসের ক্যাচ বানান সাকিব। এই সেশনে আর কোনো উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।

তবে মধ্যাহ্নভোজ থেকে ফিরেই ফের উইকেটের দেখা পায় বাংলাদেশ। খালেদ আহমেদ লঙ্কানদের ষষ্ঠ উইকেট তুলে নিয়েছে টাইগাররা। ফেরান ধনঞ্জয়া ডি সিলভাকে। ১১১ বলে ৭০ করে এলবিডব্লুর ফাঁদে পড়েন লঙ্কান অধিনায়ক।

এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ১৪০ বল থেকে ৬৫ রান যোগ করেন প্রতাভ জায়সুরিয়া। এই জুটি ভেঙে দলকে আরো একবার উদযাপনের উপলক্ষ এনে দিয়ে দ্বিতীয় দিন শেষ করেন সাকিব। প্রতাভ আউট হন ২৫ রানে।

এরপর মেহেদী মিরাজ লাহিরু কুমারাকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান। বাকি দু’জনে হন রান আউট। তবে একপ্রান্ত আগলে রেখে দারুণ খেলতে থাকা কামিন্দুর ফুরোয়নি শতকের অপেক্ষা। ১৬৭ বলে ৯২ রান করে অপরাজিত ছিলেন তিনি।


আরো সংবাদ



premium cement
বাংলাদেশী জেলে ভারতে ধরে নিয়ে যাওয়ায় জামায়াতের উদ্বেগ বিস্ফোরণে আফগান শরণার্থীবিষয়ক মন্ত্রী নিহত জাতি ঐক্যবদ্ধ থাকলে ষড়যন্ত্রকারীরা অবশ্যই ব্যর্থ হবে : আমিরে জামায়াত অবসরে গেলেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ জিয়াউল করিম জাতিসঙ্ঘের আরো জোরদার সহযোগিতার আহ্বান ঢাকার আওয়ামী লীগ একটি পাপিষ্ঠ দলের নাম : মাসুদ সাঈদী বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : কুলাউড়ায় আ’লীগ নেতা আজাদ গ্রেফতার খুনকে অপমৃত্যু হিসেবে রেকর্ড করলেই ওসি দায়ী : ডিএমপি কমিশনার সিরিয়াকে বশে রাখতে দামেস্কের কাছে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা করতে চায় ইসরাইল ভারতের সাথে বিদ্যুৎ নিয়ে চুক্তিগুলো বাতিল সহজ নয় : রিজওয়ানা হাসান গৌরনদীতে মাদককারবারির কারাদণ্ড

সকল