সাকিবের তৃতীয় উইকেটের পর চা বিরতিতে বাংলাদেশ
- নয়া দিগন্ত অনলাইন
- ৩১ মার্চ ২০২৪, ১৪:৫৮, আপডেট: ৩১ মার্চ ২০২৪, ১৬:৩২
দলকে আরো একবার উদযাপনের উপলক্ষ এনে দিয়ে বিরতিতে গেলেন সাকিব আল হাসান। লঙ্কানদের সপ্তম উইকেট তুলে নিয়েছেন তিনি, যা এখন পর্যন্ত তার তৃতীয় উইকেট। তাতে বেড়িয়ে এসেছে শ্রীলঙ্কার ইনিংসের লেজ।
চট্টগ্রাম টেস্টে রোববার চলছে দ্বিতীয় দিনের খেলা। ৫ উইকেটে ৩১৪ রান নিয়ে দিন শুরু করা লঙ্কানরা এগিয়ে চলছে বড় লক্ষ্যের দিকেই। যেখানে চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৭ উইকেটে ৪৭৬ রান।
দ্বিতীয় দিনে এখন পর্যন্ত তিনটি উইকেট তুলেছে বাংলাদেশ। যেখানে সাকিব একাই নিয়েছেন ২ উইকেট। দিনের শুরুতে ফিরিয়ে ছিলেন দিনেশ চান্দিমালকে। আর এই বেলায় তার শিকার প্রতাভ জায়সুরিয়া। এলবিডব্লুর ফাঁদে ফেলে তাকে ফিরিয়েছেন ২৫ রানে।
এর আগে মধ্যাহ্ন বিরতির পরপরই ষষ্ঠ উইকেটের দেখা পেয়েছিল বাংলাদেশ। লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভাকে ফেরান খালেদ আহমেদ। এলবিডব্লুর ফাঁদে ফেলেন ৭০ রানের মাথায়।
এরপর কামিন্দু মেন্ডিসকে নিয়ে ১৪০ বল থেকে ৬৫ রান যোগ করেন প্রতাভ। এই জুটি ভেঙে প্রতাভ ফিরলেও কামিন্দু মেন্ডিস অপরাজিত আছেন ৫৪ রানে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা