শতকের আগেই ফিরলেন কুশল, ৩ উইকেট হারাল শ্রীলঙ্কা
- নয়া দিগন্ত অনলাইন
- ৩০ মার্চ ২০২৪, ১৬:২৯, আপডেট: ৩০ মার্চ ২০২৪, ১৭:২৭
দলীয় ২১৪ রানে ২ উইকেট হারিয়ে চা বিরতিতে গিয়েছিল শ্রীলঙ্কা। তখন ব্যাটে ছিলেন শতকের দিকে এগিয়ে যাওয়া কুশল মেন্ডিস। কিন্তু বিরতির পর বেশিক্ষণ টিকতে পারলেন না, আউট হলেন ৯৩ রানে।
সাকিব আল হাসানের বলে মেহেদী মেরাজকে ক্যাচ দেন কুশল। তিনি যখন আউট হন তখন শ্রীলঙ্কার রান ২৬৩।
এখন ব্যাট করছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্ডিমাল। তাদের সংগ্রহ যথাক্রমে ২৩ ও ২৪ রান। আর লঙ্কানদের দলীয় সংগ্রহ ২৮৯ রান।
বাংলাদেশের হাসান মাহমুদ ও সাকিব আল হাসান একটি করে উইকেট নিয়েছেন। বাকি উইকেটটি রানআউট।
শ্রীলঙ্কার দুই ওপেনারও বেশ ভালো খেলেছেন। তাদের কল্যাণেই মূলত লঙ্কানদের এই উড়ন্ত সূচনা। ওপেনার নিসান মাদুস্কা করেছেন ৫৭ রান আর আরেক ওপেনার দিমুথ করুনারাত্নের ব্যাট থেকে এসেছে ৮৬ রানের ঝলমলে ইনিংস।
শনিবার চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। আজ টাইগারদের একাদশে দুইটি পরিবর্তন, ফিরেছেন সাকিব আল হাসান। তারপরও বোলিংয়ে তেমন প্রভাব রাখতে পারছে না টাইগাররা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা