১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বাবরকে ফের অধিনায়ক করতে পিসিবির তোড়জোড়

বাবর আজম - ফাইল ছবি।

পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে ফের অধিনায়ক করার কথা গুরুত্বের সাথে বিবেচনা করছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বৃহস্পতিবার ডেইলি জংগ জানায়, এরই মধ্যে বাবরকে অধিনায়ক করার ব্যাপারটি নিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির কাছে বার্তা পাঠিয়েছে নির্বাচক কমিটি।

বোর্ডের একটি সূত্র জানিয়েছে, চেয়ারম্যান মহসিন নকভি অধিনায়ক সংক্রান্ত দায়িত্ব নির্বাচক কমিটিকে দিয়েছেন। এরপর নির্বাচক কমিটি তাদের মূল্যায়ন পিসিবি চেয়ারম্যানের কাছে পাঠিয়েছে।

ওই সূত্রটি নিশ্চিত করেছে যে- কমিটি অধিনায়ক নির্বাচনের ব্যাপারে বাবর আজমের নাম সুপারিশ করেছে। পিসিবি চেয়ারম্যান খুব শিগগিরই পরামর্শ করে অধিনায়কের বিষয়ে সিদ্ধান্ত দেবেন।

সূত্র : ডেইলি জংগ

 

 

 


আরো সংবাদ



premium cement