০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

পিএসএলে সর্বোচ্চ মূল্য সাকিবের, তামিম-মুশফিকরা আছেন পরেই

এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন সাকিব - ফাইল ছবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সবচেয়ে দামী ক্রিকেটারদের তালিকায় রয়েছেন সাকিব আল হাসান। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশ অধিনায়কের মূল্য প্রায় দেড় কোটি টাকা। একধাপ নিচেই আছেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ।

সব মিলিয়ে ২৮ জন বাংলাদেশী ক্রিকেটার আছেন পিএসএলের ড্রাফটে।

বেশ কয়েক বছর যাবত বেশ আলোচনায় পাকিস্তানের জনপ্রিয় ফ্রাঞ্চাইজি লিগ পিএসএল। বিশ্বখ্যাত সব তারকা ক্রিকেটারা খেলে থাকেন এই আসরে। অনেক বাংলাদেশীও খেলেছেন সেখানে। আগামী আসরেও ফ্রাঞ্চাইজিগুলোতে জায়গা পেতে পারেন আরো কিছু বাংলাদেশী।

পিএসএলের আগামী আসর শুরু হবে ১৩ ফেব্রুয়ারি থেকে। এর আগে দেশী-বিদেশী ক্রিকেটারদের ড্রাফটে অন্তর্ভুক্তি করছে পিএসএল কর্তৃপক্ষ। মোট ৪৯৩ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ড্রাফটে।

নিলাম অনুষ্ঠিত হবে ১৪ ডিসেম্বর।

ড্রাফট অনুযায়ী সবচেয়ে দামি প্লাটিনাম ক্যাটাগরিতে বাংলাদেশ থেকে আছেন একমাত্র সাকিব আল হাসান। তার ভিত্তিমূল্য ১ লাখ ৩০ হাজার মার্কিন ডলার। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় দেড় কোটি টাকা।

ডায়মন্ড ক্যাটাগরিতে আছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ। তাদের ভিত্তিমূল ৬০ হাজার ডলার। বাংলাদেশী টাকায় যা ৬৬ লাখ টাকা। অন্য চার ক্যাটাগরি গোল্ড, সিলভার, ইমার্জিং ও সাপ্লিমেন্টারিতে বাংলাদেশের কারা আছেন, সেই তালিকা প্রকাশ করা হয়নি।

এর আগেও তিন মৌসুম পিএসএলে খেলেছেন সাকিব। গতবার খেলেন পেশোয়ার জালমির হয়ে। যদিও মাত্র একটি ম্যাচ খেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।


আরো সংবাদ



premium cement
এসপি বাবুল আক্তারের জামিন বহাল, মুক্তিতে বাধা নেই নাগরিকদের নিরাপত্তার বিষয়ে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রশংসা যুক্তরাষ্ট্রের বেনজীরের ক্যাশিয়ার জসিম গ্রেফতার দিল্লি জামে মসজিদ নিয়ে হিন্দুসেনার দাবি কক্সবাজার সৈকতে পরিত্যক্ত প্লাস্টিকের তৈরি রোবট দানব যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান গ্রেফতার সাভারে দাফন করা ব্যক্তিই হারিছ চৌধুরী তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস

সকল