সহ-অধিনায়কত্ব হারাচ্ছেন শাদাব, তার জায়গায় আসতে পারেন এই পেসার
- নয়া দিগন্ত অনলাইন
- ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:২৯
এশিয়া কাপের পর ক্রিকেটারদের জন্য আরো বড় একটি পরীক্ষার মঞ্চ ভারতে অনুষ্ঠেয় আসন্ন বিশ্বকাপ। তাই টুর্নামেন্ট শুরুর আগেই দলের মধ্যে বেশ কিছু রদবদল আনতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)
এশিয়া কাপ দলের ফলাফলের কারণে বেশ সমালোচনার শিকার হচ্ছেন দলটির অধিনায়ক বাবর আজম। টুর্নামেন্টের সুপার ফোরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর তার অধিনায়কত্ব নিয়ে উঠেছে প্রশ্ন।
সূত্র জানাচ্ছে- এরই মধ্যে পিসিবি চেয়ারম্যান জাকা আশরাফ বাবর আজমকে অধিনায়ক রাখা-না রাখার বিষয়ে আলোচনাও করেছেন কিন্তু বিশ্বকাপের আগ মুহূর্তে বাবরকে তার পদ থেকে সরাচ্ছেন না। তবে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তার সহকারী শাদাবকে সরিয়ে নতুন কাউকে দিতে পারেন পাকিস্তানের সহ-অধিনায়কের দায়িত্ব।
শাদাব এশিয়া কাপে ৫টি ম্যাচে ৪০ দশমিক ৮৩ এভারেজে মাত্র ৬টি উইকেট নিয়েছেন। তিনি কতটা অফফর্মে আছেন, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। এই পরিস্থিতিতে তাকে নিয়মিত একাদশে জায়গা দিয়েও সমালোচিত হচ্ছেন অধিনায়ক বাবর।
সূত্র জানায়, এজন্য শাদাবকে সরিয়ে পেসার শাহিন শাহ আফ্রিদিকে তার জায়গায় সহ-অধিনায়ক করার বেশ সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আফ্রিদির নেতৃত্বেই পর পর দুইবার (২০২২ ও ২০২৩ সাল) চ্যাম্পিয়ন হয়েছে লাহোর কালান্দার্স।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা