০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ন ১৪৩১,
`

ভারত ম্যাচ থেকে বিশ্বকাপের আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ

- ছবি - ইন্টারনেট

এশিয়া কাপ নিয়ে অন্যবারের তুলনায় এবার প্রত্যাশার পারদটা ছিল একটু বেশি। শিরোপা স্বপ্ন নিয়েই দেশ ছেড়েছিল টাইগাররা। তবে প্রত্যাশা পূরণ হয়নি, ফাইনালেও উঠতে পারেনি সাকিব বাহিনী। তবে দিনশেষে স্বস্তি, ‘ভারত বধ’ তৃপ্তি। হাথুরেসিংহে যাকে দেখছেন বিশ্বকাপে ভালো করার টনিক হিসেবে।

সুপার ফোরের শেষ ম্যাচে শুক্রবার ভারতের বিপক্ষে ৬ রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসেন হাথুরুসিংহে। যেখানে তিনি উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তানজিম সাকিবের। স্পষ্ট বলে দিয়েছেন, ‘ভারতের বিপক্ষে ম্যাচটি দিয়ে তানজিম বাংলাদেশের বিশ্বকাপ দলে থাকার দাবি তুলেছে।’

হাথুরুসিংহে আরো বলেন, ‘আমার বিশ্বাস, আমরা যদি বিশ্বকাপে তানজিনের ওপর আস্থা রাখি বা দল নির্বাচনের সময় তার কথা ভাবি, সেটা ভুল হবে না। ও দেখিয়েছে ও কী করতে পারে। সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকবে সে। এ ছাড়া সে ভালো ব্যাটিংও করতে পারে।’

কথা বলেছেন আরেক পেসার মোস্তাফিজকে নিয়েও। এশিয়া কাপে প্রথম ম্যাচে খেলার পর পরের তিন ম্যাচে একাদশে ঠাঁই হয়নি তার। ফলে প্রশ্ন উঠছিল, তবে কি দল থেকে বাদ পড়ছেন মোস্তাফিজ? উত্তরটা সংবাদ সম্মেলনে দিলেন হাথুরাসিংহে।

বলেন, মোস্তাফিজকে বাদ দেয়া হয়েছিল, বিষয়টা এমন নয়। আমরা চেষ্টা করছি সবাইকে ঘুরিয়ে-ফিরিয়ে খেলাতে। তাকেও বিশ্রাম দেয়া হয়েছিল। দলের সবচেয়ে অভিজ্ঞ পেসার তো মোস্তাফিজই। আমরা জানি মোস্তাফিজ কী করতে পারে, এ ম্যাচে সে সেটাও করে দেখিয়েছে।’

এদিকে আগামী ৫ অক্টোবর থেকে ভারতে বসবে বিশ্বকাপের ১৩তম আসর। সবকিছু বিবেচনায় বাংলাদেশ দল এবারের বিশ্বকাপে ভালো কিছুর সম্ভাবনা রাখে নিশ্চিতভাবেই। এশিয়া কাপ দিয়েই অবশ্য বিশ্বকাপের প্রস্তুতিটা সম্পূর্ণ করতে চেয়েছিল দল। তবে তা না হওয়ায় ভারতের বিপক্ষে জয়ের ম্যাচ থেকেই আত্মবিশ্বাস খুঁজছে বাংলাদেশ।

হাথুরুসিংহে বলেন, ‘এমন জয়ের আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপে যাওয়া অনেক ভালো ব্যাপার। এই এশিয়া কাপে যদিও আমাদের দলীয় পারফরম্যান্স কম হয়েছে। তবে আমরা অনেক ভেন্যুতে এবং উইকেটে খেলেছি। আমরা অনেক খেলোয়াড়কে পরখ করে নিতে পেরেছি। এখন বিশ্বকাপ দল বেছে নেয়া অনেক কঠিনও হয়ে গেল।’


আরো সংবাদ



premium cement
তদন্ত প্রতিবেদনসহ আমু-কামরুলকে ১৭ ডিসেম্বর ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেশের ৬৯ কারাগারের মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ১৭ : কারা মহাপরিদর্শক আমরা হিন্দু-মুসলমান একসাথে লড়াই করে দিল্লির দাসত্বকে খান খান করে দেবো : রিজভী আজমির শরিফ : খাজা মইনুদ্দিন চিশতির দরগাহের ইতিহাস জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে রাশিয়া ও আমেরিকার বাকবিতণ্ডা ‘শেখ হাসিনা সরকার সবকিছু ধ্বংস করে গেছে’ পুলিশের ওপর হামলার মামলায় ১২ আসামির রিমান্ড মঞ্জুর দেনার দায়ে শক্ত অবস্থান হারাচ্ছে যুক্তরাষ্ট্র? বাংলাদেশ কঠিন সময় পার করছে : প্রধান উপদেষ্টা নতুন মামলায় আনিসুল-ইনু-রাশেদ-পলকসহ গ্রেফতার ৯ যুবদল নেতা শামীম হত্যা : আ.লীগের রোকেয়া-মোস্তফা রিমান্ডে

সকল