০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ২০ জমাদিউস সানি ১৪৪৫
`

দলের ধস পরিস্থিতিতে সাকিবের অধিনায়কোচিত ব্যাটিং

- ছবি : সংগৃহীত

ফিফটি তুলে নিলেন সাকিব আল হাসান। দলের ধসের মুখে দাঁড়িয়ে অধিনায়কোচিত ইনিংস খেলে চলেছেন এই অলরাউন্ডার। অক্ষর প্যাটেলকে ২৬তম ওভারে ছক্কা হাঁকিয়ে অর্ধশতকের মাইলফলক স্পর্শ করেন সাকিব। তাওহীদ হৃদয়কে নিয়ে শুরুর বিপর্যয় কাটিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি।

৫৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটাকে টেনে তুলছেন দুজনে। গড়ে তুলেছেন পঞ্চাশোর্ধ রানের জুটি। সাকিব ৮৫ বলে ৮০ ও হৃদয় ব্যাট করছেন ৬১ বলে ৪০ রানে। দলের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩৩ ওভারে ১৬০ রান।

এশিয়া কাপের এ ম্যাচে কলম্বোতে ৫ পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। টসে হেরে ব্যাট করতে নেমে আত্মবিশ্বাসী শুরুও করেছিল তারা। প্রথম বলেই বাউন্ডারি হাঁকান তামিম জুনিয়র।

তবে পরপর দুই ওভারে জোড়া উইকেট হারিয়ে বিপাকে পড়ে যায় দল। ৩.১ ওভারেই ফিরেন দুই ওপেনার। মাত্র ১৩ রানে ভাঙে উদ্বোধনী জুটি। রানের খাতা খোলার আগেই ফেরেন লিটন দাস, ভালো শুরুর আশা দেখিয়েও তানজিদ তামিম ফেরেন ১২ বলে ১৩ রানে।

দ্রুত ফেরেন এনামুল হক বিজয়ও। প্রায় ৮ মাস পর দলে প্রত্যাবর্তন ঘটলেও ভালো করতে পারেননি তিনি। ফেরেন ১১ বলে ৪ করে। চেষ্টা করেও টিকে থাকতে পারেননি মেহেদী মিরাজ, এই অলরাউন্ডার ২৮ বলে ১৩ রানে আউট হন।


আরো সংবাদ



premium cement