সাকিবের বিদায়ের পর মুশফিকের ফিফটি
- নয়া দিগন্ত অনলাইন
- ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮, আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৩, ১৮:৪০
ধসের মুখে দাড়িয়ে অর্ধশতক তুলে নিয়েছিলেন সাকিব আল হাসান। স্বপ্ন দেখাচ্ছিলেন বড় সংগ্রহের। তবে এরপর আর ইনিংসটা টানতে পারলেন না তিনি, ফাহিম আশরাফের শিকার হয়ে ফিরেছেন ৫৭ বলে ৫৩ করে।
অথচ মুশফিককে সাথে নিয়ে অধিনায়কের মতোই খেলছিলেন তিনি। এগিয়ে নিয়ে যাচ্ছিলেন দলের ইনিংস। শত রানের জুটিও গড়ে ফেলেছিলেন। তবে তা আর বড় হলো না। মুশফিককে রেখে সাজঘরের পথ ধরেন সাকিব।
আট ইনিংস পর ফিফটির দেখা পেয়েছিলেন। ৫৩ বল খেলে এই মাইলফলকে পৌঁছান তিনি। কোনো ছয় না থাকলেও ছিল ৭টি চার। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৫৪তম অর্ধশতক।
সাকিব ফেরায় ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। দলের সংগ্রহ ৩০ ওভার শেষে ৫ উইকেটে ১৫০। মাঠে আছেন মুশফিক ও শামিম পাটোয়ারী। ফিফটি তুলে নিয়েছেন মুশফিক, যা তার ক্যারিয়ারের ৪৬তম ওয়ানডে ফিফটি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা