২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ১৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যেমন হতে পারে বাংলাদেশ একাদশ

- ছবি - ইন্টারনেট

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বুধবার স্বাগতিক পাকিস্তানের আতিথ্য নেবে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লড়াইয়ে সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বেলা সাড়ে ৩টায় মুখোমুখি হবে দুই দল। পরিসংখ্যান কিংবা পরিস্থিতি, সব দিকেই বাংলাদেশ থেকে ঢের এগিয়ে পাকিস্তান।

প্রথমত স্বাগতিক দেশ তারা, ফলে সমর্থকরা হয়ে উঠবে শক্তি। সেই সাথে যেই তীব্র তাপদাহ চলছে পাকিস্তানে, তা স্বাভাবিকভাবেই স্বাগতিকরাই সহজে সামলে উঠবে। তাছাড়া ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দল তারা। শীর্ষ ব্যাটসম্যানও তাদের অধিনায়ক বাবর আজম। ইমাম উল হকও আছেন নম্বর তিনে। বোলিংয়ে শাহিন আফ্রিদি, নাসিম শাহরা কি করতে পারে, তা তো দেখছেই বিশ্ব।

বিপরীতে বাংলাদেশ ভোগছে চোটে। দলের অন্যতম সেরা অস্ত্র এবাদত হোসেন নেই স্কোয়াডে, পাকিস্তানের বিপক্ষে দেশের পক্ষে সর্বোচ্চ রান করা তামিম ইকবালও নেই। আর সর্বশেষ ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্তও। এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক শান্ত। ১৯৩ রান করেছেন দুই ম্যাচে। তাকে হঠাৎ হারানো বাংলাদেশ দলের জন্য বড় ধাক্কা।

এমতাবস্থায় বাংলাদেশের ভরসা হয়ে উঠতে পারেন সাকিব আল হাসান। পাকিস্তানের বিপক্ষে বেশ সফল তিনি। ব্যাট হাতে এখন পর্যন্ত ৫৫৩ রানের সাথে ২১ উইকেট নিয়েছেন তিনি। তার দিকেই তাই চেয়ে থাকবে দল। ভরসা হয়ে উঠতে মুশফিকও, পাকিস্তানের বিপক্ষে তার ব্যাটও বেশ উজ্জ্বল।

এদিকে শান্তর বিপরীতে আজ একাদশে সুযোগ পেতে পারেন লিটন দাস। শুরুর দিকে এশিয়া কাপ স্কোয়াডে থাকলেও জ্বরের কারণে পরে বাদ পড়েন তিনি। তার বদলে সুযোগ হয় এনামুল হক বিজয়ের। তবে শান্তের চোট কপাল খুলে দিয়েছে তার, পাকিস্তানে দলের সাথে যুক্ত হয়েছেন তিনি। হয়তো খেলবেন শান্তের জায়গাতেই।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : আফিফ হোসেন, লিটন দাস, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), শামীম পাটোয়ারি, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।


আরো সংবাদ



premium cement