০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

দারুণ শুরু বাংলাদেশের

ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার ওপেনিংয়ে দেখা গেল মিরাজকে - ছবি : সংগৃহীত

আত্মবিশ্বাসী শুরু বাংলাদেশের। টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে প্রাণপন লড়ছে টাইগাররা। নতুন উদ্বোধনী জুটিতে খেলছে দাপটের সাথে। প্রথম ওভারেই ফারুকির থেকে ১৪ নিয়ে শুরু, ৮ ওভারের ৫০ ছুঁয়েছে বাংলাদেশের ইনিংস। ভাঙেনি উদ্বোধনী জুটি।

সর্বশেষ ছয় ম্যাচে পঞ্চমবার পরিবর্তন আসলো উদ্বোধনী জুটিতে। ডু অর ডাই ম্যাচে নাইম শেখের সাথে এদিন ইনিংস উদ্বোধন করতে আসেন মেহেদী মিরাজ। ওয়ানডেতে এই নিয়ে দ্বিতীয়বার ওপেনিংয়ে দেখা গেল এই অলরাউন্ডারকে। এর আগে ২০১৮ এশিয়া কাপের ফাইনালে লিটন দাসের সাথে ওপেন করেছিলেন মিরাজ।

এর আগে লাহোরে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এশিয়া কাপের প্রথম ম্যাচে হেরে যাওয়ায় আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য ডু অর ডাই। এমন ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নামে টাইগাররা। প্রত্যাবর্তন হয়েছে আফিফ হোসেন ও হাসান মাহমুদের। আর প্রথমবারের মতো ওয়ানডে জার্সি গায়ে চাপিয়েছেন শামিম পাটেয়ারী।

এশিয়া কাপে আজ প্রথম ম্যাচ আফগানিস্তানের। আর দ্বিতীয় বাংলাদেশের। লঙ্কানদের বিপক্ষে সেই ম্যাচ টাইগাররা হেরে গেছে ৫ উইকেটে। প্রথম ম্যাচে হেরে যাওয়ায় যে করেই হোক আফগানদের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকেও। সেই ম্যাচে শ্রীলঙ্কা আফগানিস্তানকে হারালে কোনো চিন্তা ছাড়াই সুপার ফোরে যাবে বাংলাদেশ। অন্যথায় আফগানিস্তান জিতে গেলে পয়েন্টের গ্যাড়াকলে পড়তে হবে সাকিবদের।

বাংলাদেশ একাদশ 
মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), শামিম হোসেন পাটেয়ারী, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও শরিফুল ইসলাম।

আফগানিস্তান একাদশ
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি, মোহাম্মদ নবী, নাজিবউল্লাহ জাদরান, করিম জানাত, রাশিদ খান, গুলবাদিন নাইব, ফজলহক ফারুকী ও মুজিব-উর রহমান।


আরো সংবাদ



premium cement