২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সত্যিই চলে গেলেন হিথ স্ট্রিক

হিথ স্ট্রিক দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন - ছবি - ইন্টারনেট

জিম্বাবুয়ে ক্রিকেটের সাবেক অধিনায়ক হিথ স্ট্রিক মারা যাওয়ার খবর কিছুদিন আগে চারদিকে ছড়িয়ে পড়েছিল। পরে জানা যায়, তিনি বেঁচে আছেন। খবরটি ভুয়া। কিন্তু এবার সত্যি সত্যিই চলে গেলেন তিনি। তার স্ত্রী নাদিনে স্ট্রিক আজ এক ফেসবুক পোস্টে খবরটি নিশ্চিত করেছেন।

এছাড়া জিম্বাবুয়ের সংবাদমাধ্যম হেরাল্ডকে হিথ স্ট্রিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তার বাবা ডেনিস।

ফেসবুক পোস্টে তার স্ত্রী বলেন, ‘২০২৩ সালে ৩ সেপ্টেম্বর (আজ) ভোরে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ ভালবাসা এবং আমার সুন্দর সন্তানদের বাবাকে ফেরেশতাদের সাথে নিয়ে যাওয়া হয়েছে। যেখানে তিনি নিজ পরিবার ও স্বজনদের সাথে শেষ দিনগুলো কাটাতে চেয়েছিলেন। তিনি প্রেম এবং শান্তিতে আচ্ছাদিত ছিলেন এবং একা পার্কে হাঁটেননি। আমাদের আত্মা অনন্তকালের জন্য আবদ্ধ, স্ট্রিকি। যতক্ষণ না আমি আবারো তোমাকে আঁকড়ে ধরি।’

ক্যান্সারে আক্রান্ত ছিলেন হিথ স্ট্রিক। গত মে মাসে তার লিভার ও কোলন ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর বেরিয়েছিল। ডাক্তারের পক্ষ থেকে জানা যায়, হিথ স্ট্রিকের বাঁচার সম্ভাবনা খুবই ক্ষীণ। এরপর থেকে তিনি ডাক্তারের নিবিড় পর্যবেক্ষণে ছিলেন।

হিথ স্ট্রিক দীর্ঘদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।


আরো সংবাদ



premium cement

সকল