০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৪ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাবর আজমের সেঞ্চুরি

এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাবর আজমের সেঞ্চুরি। - ছবি : সংগৃহীত

এশিয়া কাপের প্রথম ম্যাচেই হেসে উঠল বাবর আজমের ব্যাট৷ উদ্বোধনী ম্যাচেই শতক তুলে নিলেন পাকিস্তান অধিনায়ক। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক। ১০৯ বলে শতক স্পর্শ করেন তিনি। বাবরের শতকে ভর দিয়ে ৪২ ওভারে ৪ উইকেট হারিয়ে ২২৮ রান তুলেছে পাকিস্তান। 

বাবর যখব ব্যাটিংয়ে নামেন, তখন ২১ রানেই ভেঙেছে পাকিস্তানের উদ্বোধনী জুটি। পরের ওভারেই হারায় আরো এক উইকেট। মোটে ২৫ রানে দুই ওপেনারকে হারিয়ে তখন ধুঁকছিল পাকিস্তান। সেখান থেকে মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে দলের হাল ধরেন তিনি। 

শুরুটা দেখেশুনে করলেও এরপর চড়াও হন দু'জনেই৷ ফলে সমৃদ্ধ হতে থাকে পাকিস্তানের ইনিংস। স্পর্শ করে তিন অঙ্কের ঘর। ১০৯ বলে ৮৬ রানের জুটি গড়ে তুলেন দু'জনে। দু'জনেই ছুটছিলেন ফিফটির দিকে৷ বাবর পারলেও রান আউট হয়ে রিজওয়ান ফেরেন ৫০ বলে ৪৪ রান করে। 

রিজওয়ান ফিরতেই কমে আসে পাকিস্তানের রানের গতি। এরই মাঝে ফেরেন আগা সালমানও, ১৪ বলে ৫ করে ফিরেন তিনি। এরপর ইফতেখারকে নিয়ে ইনিংস মেরামত করেন বাবর। উভয়েই খেলতে থাকেন হাতখুলে, ব্যাট চালিয়ে।

৪২তম ওভারে শতক পূরন করেন বাবর। সেই সাথে পূরণ হয় ইফতেখারের সাথে তার ১০০ রানের জুটি। যা গড়ে উঠে মাত্র ৮০ বলে। একই ওভারে ফিফটি তুলে নেন ইফতেখার, ৪৩ বলে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। 

এর আগে এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। বাউন্ডারি হাঁকিয়েই ইনিংস সূচনা করেছিলেন ফখর জামান। তবে ষষ্ঠ ওভারে, ২০ বলে মাত্র ১৪ রান করে ফিরেছেন তিনি। ফলে ২১ রানেই ভাঙে উদ্বোধনী জুটি।

পরের ওভারেই ফেরেছেন ইমাম উল হকও। দুই অঙ্কের ঘরে যেতে পারেননি তিনি৷ ১৪ বলে ৫ রান করে রান আউট হয়ে ফেরেন এই ব্যাটার। ২৫ রানের ভেতর ২ উইকেট হারিয়ে তাই বিপাকে পাকিস্তান।


আরো সংবাদ



premium cement
সামরিক ইনস্টিটিউটে রুশ হামলায় নিহতদের স্মরণে ইউক্রেনের শোক প্রকাশ বন্যায় ফেনীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ক্ষতি ৩৮ কোটি ৭২ লাখ টাকা রাজশাহীতে সাবেক রাবি ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যা সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সঙ্কেত ইসরাইলি সেনাবাহিনীর হাতে আমেরিকান নাগরিকের হত্যার নিরপেক্ষ তদন্ত চায় পরিবার শিক্ষা জাতি গঠনের প্রধান হাতিয়ার : ড. ইউনূস দুই ‘আইরিশের’ গোলে হারল আয়ারল্যান্ড নতুন জার্মানির পুরনো রূপ, উড়িয়ে দিয়েছে হাঙ্গেরিকে বাংলাদেশের পর্যটক না যাওয়ায় ধুঁকছে কলকাতা তালেবানের কূটনৈতিক বিজয়, কিরগিজস্তানের সন্ত্রাসী তালিকা থেকে বাদ ভারতের ৬০ কিমি এলাকা দখল করে ফেলেছে চীন?

সকল