২৮ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১, ২৫ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে ১৫১ রান তুলতে ৫ উইকেট হারিয়েছে ভারত

- ছবি : সংগৃহীত

ট্রাভিস হেড ও স্টিভেন স্মিথের জোড়া সেঞ্চুরিতে দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১২১.৩ ওভারে ৪৬৯ রানে অলআউট হয়েছে অস্ট্রেলিয়া।

বুধবার থেকে ওভালে শুরু হওয়া ফাইনালের প্রথম দিন ৮৫ ওভারে ৩ উইকেটে ৩২৭ রান করেছিল অস্ট্রেলিয়া। হেড ১৪৬ ও স্মিথ ৯৫ রানে অপরাজিত ছিলেন।

বৃহস্পতিবার দ্বিতীয় দিন টেস্ট ক্যারিয়ারের ৩১তম সেঞ্চুরি তুলে নেন স্মিথ। শেষ পর্যন্ত ১৯টি চারে ২৬৮ বলে ১২১ রানে আউট হন স্মিথ। টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরির স্বাদ হেড থামেন ১৬৩ রানে। ১৭৪ বল খেলে ২৫টি চার ও ১টি ছক্কা মারেন তিনি।

এছাড়া অস্ট্রেলিয়ার পক্ষে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি ৪৮, ওপেনার ডেভিড ওয়ার্নার ৪৩ ও মার্নাস লাবুশেন ২৬ রান করেন।

ভারতের তিন পেসার- মোহাম্মদ সিরাজ ৪টি, মোহাম্মদ সামি ও শারদুল ঠাকুর ২টি করে এবং স্পিনার রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।

পরে ব্যাট হাতে নেমে ভারত ৩৮ ওভারে করতে পেরেছে ১৫১ রান, হারিয়েছে ৫ উইকেট। ফলে ৩১৮ রানে পিছিয়ে আছে তারা।

ভারতের হয়ে রবিন্দ্র জাদেজা করেছেন সর্বোচ্চ ৪৮ রান, এছাড়া আজিঙ্কা রাহানে ২৯ রান নিয়ে অপরাজিত আছেন। বাকিরা সবাই আউট হয়েছেন ১৫ রানের নিচে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্কতা কমাল জাপান ইআরএফের সহ-সভাপতি হলেন নয়া দিগন্তের আশরাফুল ইসলাম সচিবালয়ে বেসরকারি পাস বাতিল, ঢুকতে পারবেন না সাংবাদিকরাও মনমোহন সিংয়ের অন্ত্যেষ্টিক্রিয়া কাল হাসিনা-জয়ের বিরুদ্ধে ৩০০ মিলিয়ন ডলার পাচারের প্রমাণ পেয়েছে এফবিআই প্রতিশ্রুতি রক্ষা করেননি কুষ্টিয়ার মিল মালিক ও ব্যবসায়ীরা আগাম তরমুজ চাষে ব্যস্ত রাঙ্গাবালীর চাষিরা নিপাহ ভাইরাস আতঙ্কে ফুলবাড়ীতে বিক্রি কমেছে খেজুরের রস : নয়া দিগন্ত সরকারের কাছে সুনির্দিষ্ট রোডম্যাপের প্রত্যাশা নজরুল ইসলামের তিতাস উপজেলায় ৪ হাজার একর জমি অনাবাদি থাকার আশঙ্কা হাতিয়ায় মেঘনার ভাঙন রোধের মানববন্ধন

সকল