০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১, ৪ রজব ১৪৪৬
`

রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ

রশিদ খানকে টেস্টে ভয় পান না আকরাম, আফগানিস্তানকে করছেন সমীহ। - ছবি : সংগৃহীত

আগামী ১০ জুন টেস্ট খেলতে বাংলাদেশে আসছে আফগানিস্তান। নিজের অভিজ্ঞতা থেকে সফরকারীদের বেশ সমীহ করছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শীর্ষ কর্মকর্তা আকরাম খান। দেখছেন বড় দল হিসেবেই। ক্রমশ উন্নতি করতে থাকা আফগানদের নিয়ে বেশ সতর্ক তিনি। এ সময় রশিদ খানকে নিয়ে টেস্টে ভয়ের কিছু নেই বলেও মন্তব্য করেছেন আকরাম।

শনিবার (৩ জুন) মিরপুরে সাংবাদিকদের আকরাম বলেন, ‘আফগানিস্তানকে কোনোভাবে ছোট করে দেখার নেই। ওদের কোয়ালিটি ক্রিকেটার, বোলার অনেক আছে। ব্যাটসম্যান যারা আছে ওদের ধারাবাহিকতা অনেক ভালো। ওদের যদি সহজভাবে নেন, নেতিবাচক হবে। ওরা শক্তিশালি একটা দল।’

১৪ জুন মিরপুরে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তাদের বিপক্ষে টেস্টে টাইগারদের স্মৃতি একেবারেই বিদঘুটে। দু’দলের একমাত্র টেস্টে ২০১৯ সালে চট্টগ্রামে বেশ বাজেভাবে হেরে যায় বাংলাদেশ। যার কারণ হিসেবে হোম গ্রাউন্ডের সুবিধা নিতে ব্যর্থ হওয়াকেই দায়ী করেন আকরাম। পরে নিজে অধিনায়ক হলে কেমন উইকেট চাইতেন তা বলেন তিনি।

আকরাম বলেন, ‘সাধারণত যে ধরনের উইকেট থাকে তেমনই আমরা দিয়ে থাকি। তাই আমাদের উইকেটে কিন্তু আমাদের ক্রিকেটারদের ভালো খেলার কথা। কেননা আমাদের ক্রিকেটাররাই বেশি খেলেছে এখানে। এ বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমি অধিনায়ক হলে ১২ মাস যেমন উইকেটে খেলি, তেমন উইকেটই চাইতাম।’

রশিদ খান প্রসঙ্গে আকরাম বলেন, ‘রাশিদ খান অবশ্যই ভালো বোলার এবং তিনি কিন্তু টি-টোয়েন্টিতে ভালো করেন। ওয়ানডে ও টেস্টে তার আহামরি পারফরম্যান্স নাই। টি-টোয়েন্টিতে প্রত্যেকটা বল রানের জন্য খেলতে হয়, সুযোগ নিতে হয়। তো আপনি যদি সতর্কতার সাথে খেলেন, অত কষ্ট হবে না।’


আরো সংবাদ



premium cement
রিকেলটনের ২৫৮, দক্ষিণ আফ্রিকার রান পাহাড় ঘুরে দাঁড়ালো ম্যানসিটি, ৬৭ দিন পর তুলে নিল টানা দ্বিতীয় জয় রাতের ভোটের ৩০ জেলা প্রশাসক গুরুত্বপূর্ণ পদে নির্বাচনের তারিখ নির্ভর করছে সংস্কার কতটা তার ওপর জটিলতা না থাকলে মঙ্গলবার বিদেশ যাচ্ছেন খালেদা জিয়া ধ্বংসস্তুপ থেকে অর্থনীতি টেনে তোলার চ্যালেঞ্জে অন্তর্বর্তী সরকার সম্মিলিত কল্যাণমুখী সরকার দেশের কল্যাণ আনবে : ডা: শফিক ছাত্রদলকে পড়ায় মনোযোগী হতে বললেন মির্জা ফখরুল বিএফআইইউ প্রধান হতে এস আলম ও আ’লীগের সুবিধাভোগীদের দৌড়ঝাঁপ পদ ছাড়াই রূপালী ব্যাংকে ঢালাও পদোন্নতির প্রক্রিয়া শুরু ভারতে প্রশিক্ষণ নিতে যাচ্ছেন নিম্ন আদালতের ৫০ বিচারক

সকল