আজ আইপিএল যাচ্ছেন লিটন, সুযোগ পাওয়া নিয়ে আছে অনিশ্চয়তা
- নয়া দিগন্ত অনলাইন
- ০৯ এপ্রিল ২০২৩, ১২:০০
মুস্তাফিজ আগেই চলে গেছেন, সাকিব আল হাসান যাবেন না বলে নাম প্রত্যাহার করে নিয়েছেন। ফলে কেবল বাকি ছিলেন লিটন দাস, তাকে ঘিরেই প্রশ্ন ছিল ভারতে উড়াল দেবেন কবে নাগাদ। অবশেষে জানা গেল আজই ভারতের বিমান ধরছেন লিটন। যদিও একটা কিন্তু রয়ে গেছে, ভারতে গিয়েও কলকাতা শিবিরে যোগ দেয়া হচ্ছে না তার।
এবারের আইপিএলের নিলাম থেকে লিটন দাসকে দলে ভেড়ায় কলকাতা। সুবাদে প্রথমবারের মতো আইপিএলে খেলার সুযোগ আসে তার সামনে। যদিও পুরো আসরে তার সার্ভিস পাবে না দল, জাতীয় দলে খেলা থাকায় সর্বোচ্চ চার সপ্তাহ আইপিএলে থাকবেন তিনি। তবুও এই দেশের সমর্থকেরা তাকে নিয়ে স্বপ্ন দেখছে।
সেই স্বপ্ন পূরণ করতে আজ রোববার সন্ধ্যা ৭টায় লিটন উড়াল দেবেন কলকাতার উদ্দেশে। যদিও তার দল কলকাতা নাইট রাইডার্স কলকাতায় নেই, আছে গুজরাটে। আগামীকাল বিকেলে গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে তারা। কিন্তু লিটন সন্ধ্যায় ঢাকা ত্যাগ করায় সরাসরি চলে যাবেন কলকাতায়। সব কিছু ঠিক থাকলে হায়দরাবাদের বিপক্ষে আগামী ১৪ এপ্রিলের ম্যাচের জন্য তাকে বিবেচনায় রাখা হবে।
বিবেচনায় হয়তো রাখা হবে, তবে একাদশে জায়গা পাওয়াটা অনিশ্চিত হয়ে আছে নিঃসন্দেহে। প্রথমত একাদশে সুযোগ পাওয়া আরেক উইকেট কিপার ব্যাটার রাহমানুল্লাহ গুরবাজ বেশ ছন্দে আছেন, আগের ম্যাচেও অর্ধশতক হাঁকিয়েছেন। সেই সাথে ইংলিশ ওপেনার জেসন রয়ও হয়ে উঠবেন লিটনের কঠিন প্রতিদ্বন্দ্বী।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা