বিপিএলের প্লেয়ার ড্রাফট; ভাগ্য নির্ধারণ হবে মুশফিক-মাহমুদউল্লাহদের
- নয়া দিগন্ত অনলাইন
- ২৩ নভেম্বর ২০২২, ০৯:৩৩
মুশফিক-মাহমুদউল্লাহদের ভাগ্য নির্ধারণ আজ। ভাগ্য নির্ধারণ হবে লিটন দাসসহ দেশী-বিদেশী মিলিয়ে আরো ছয় শতাধিক ক্রিকেটারের। আজ ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএল ২০২৩-এর প্লেয়ার্স ড্রাফট। ঢাকায় হোটেল লা মেরিডিয়ানে দুপুর ১২টা থেকে শুরু হবে ড্রাফটের কার্যক্রম।
যেখানে ৭ ফ্র্যাঞ্চাইজি দেশী ক্রিকেটার বেছে নিবে ২২০ জন নিবন্ধিত দেশী ক্রিকেটারের মধ্য থেকে। এরই মধ্যে অবশ্য সরাসরি সাইনিংয়ে প্রত্যেকটি ফ্রাঞ্চাইজি দলে ভিড়িয়েছে একজন করে দেশীয় ক্রিকেটার। ড্রাফটের আগেই দল পেয়েছেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, তামিম ইকবাল, মাশরাফী মর্তুজা ও নুরুল হাসান সোহান।
৭ ক্যাটাগরিতে মোট ২২০ জন দেশীয় ক্রিকেটার দল পাবার আশায় থাকবেন। এ ক্যাটাগরিতে ৩, বি ক্যাটাগরিতে ৭, সি ক্যাটাগরিতে ২৬, ডি ক্যাটাগরিতে ৩৫, ই ক্যাটাগরিতে ৭৬, এফ ক্যাটাগরিতে ৪০ ও জি ক্যাটাগরিতে আছেন ৩৩ জন আছে বিপিএলের প্লেয়ার ড্রাফটে।
এদিকে দেশীয় ক্রিকেটার ছাড়াও আরো ৪০৪ জন বিদেশী ক্রিকেটার নাম নিবন্ধন করেছেন বিপিএলের প্লেয়ার ড্রাফটে। বিপরীতে বিদেশী ক্রিকেটারদের ভাগ করা হয়েছে ৫ ক্যাটাগরিতে। অবশ্য এর আগেই ফ্রাঞ্চাইজিগুলো নিজেদের পছন্দমতো ক্রিকেটারদের আগেই দলে ভিড়িয়ে রেখেছে।
চার শতাধিক বিদেশী ক্রিকেটার নাম লেখালেও অধিকাংশ ক্রিকেটারই সাধারণ মানের। ভালো মানের যারা আছে, তারাও পুরো আসর খেলার সুযোগ পাবে না। এদিকে ক্রিকেট থেকে অবসর নিলেও নাম আছে মোহাম্মদ হাফিজ ও শহীদ আফ্রিদির। আছে দীনেশ চান্দিমাল, শাই হোপ, টেম্বা বাভুমার নাম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা