২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১, ১৭ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এশিয়া কাপের সূচি প্রকাশ

এশিয়া কাপের সূচি প্রকাশ। - ছবি : সংগৃহীত।

এশিয়া কাপ ২০২২ আসরের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭আগস্ট থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে আসর, শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনাল দিয়ে।

১৫তম এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কা মুখোমুখি হবে আফগানিস্তানের। পরের দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে লড়বে ভারত ও পাকিস্তান।

‘এ’ গ্রুপে বাংলাদেশের সাথে রয়েছে শ্রীলঙ্কা, আফগানিস্তান। ‘বি’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সাথে যুক্ত হবে কোয়ালিফায়ার রাউন্ড থেকে আসা একটি দল।

কোয়ালিফাইং রাউন্ডে লড়বে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, সিঙ্গাপুর এবং হংকং। এই চার দলের মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দল যুক্ত হবে মূল পর্বে।

বাংলাদেশের প্রথম ম্যাচ ৩০ আগস্ট আফগানিস্তানের সাথে। দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে।

২০১৮ সালে অনুষ্ঠিত হওয়া সবশেষ আসর হয়েছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে আবারের আসরও হতে যাচ্ছে টি-টোয়েন্টি ফরম্যাটে।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান জয় সাহা টুইটে জানিয়েছেন, ‘ অবশেষে ২৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এশিয়ান আধিপত্যের লড়াই। যা শেষ হবে ১১ সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে। এশিয়া কাপের ১৫তম আসরটি আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আদর্শ প্রস্তুতি হিসেবে কাজ করবে।’


আরো সংবাদ



premium cement
বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডি-৮ সম্মেলনে ফিলিস্তিন নিয়ে জোরালো বক্তব্যের জন্য প্রধান উপদেষ্টাকে পিএলও মহাসচিবের ধন্যবাদ ইতিহাস গড়তে ভোরে মাঠে নামছে বাংলাদেশ যেকোনো পরিস্থিতি মোকাবেলায় পুলিশ বাহিনী প্রস্তুত রয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা রাশিয়ায় উত্তর কোরিয়ার অন্তত ১০০ সেনা নিহত ১৫ জানুয়ারির মধ্যে জমা দিতে হবে হজ প্যাকেজের বাকি টাকা বাংলাদেশের শিক্ষা উন্নয়নে জাপানের অনুদান বাংলাদেশকে ৬৮৫ বিশিষ্ট ভারতীয় নাগরিকের খোলা চিঠি এক বছরে বায়ুদূষণ নিয়ন্ত্রণ অসম্ভব : পরিবেশ উপদেষ্টা জুবায়েরপন্থীদের বিশ্ব ইজতেমা নির্ধারিত তারিখেই : স্বরাষ্ট্র উপদেষ্টা আধুনিকায়ন হচ্ছে সব জাদুঘর

সকল