১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

ক্রিকেটারদের ইনজুরি নিয়ে যা বললেন নান্নু

ক্রিকেটারদের ইনজুরি নিয়ে যা বললেন নান্নু - ছবি : নয়া দিগন্ত

শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্ট সিরিজে ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। স্কোয়াডে আছেন এমন দুই ক্রিকেটার রোববার নতুন করে ইনজুরিতে পড়েছেন। তারা হলেন মুশফিকুর রহীম ও মেহেদী হাসান মিরাজ। ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে ফিল্ডিং করার সময় ইনজুরিতে পড়েন দুজন।

তবে দুজনের ইনজুরি নিয়ে খুব বেশি চিন্তিত নন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। মিরাজের চোট নিয়ে তিনি বলেন, ‘মিরাজের আঙুলে ইনজুরি রয়েছে, যা সেরে উঠতে ৮-১০ দিন লাগবে। তাই আমরা প্রথম ম্যাচ থেকেই তাকে পাবার আশা করি। মুশফিকুর রহিম সম্পর্কে আমরা এখনো আনুষ্ঠানিক কিছু জানতে পারিনি। আমি যতদূর জানি তাতে আঘাতের গুরুত্ব সর্ম্পকে ২৪ ঘণ্টা পরই জানা যাবে।’

চোট থেকে সেরে উঠলেও ফিটনেস ভালো না পেসার শরিফুলের। তার প্রসঙ্গে নান্নু বলেন, ‘শরিফুল পুরোপুরি ফিট নয়, তবুও আমরা আশা করি প্রথম টেস্ট থেকেই তাকে পাবো। যেহেতু আমরা ঘরের মাঠে টেস্ট সিরিজ খেলবো, তাই আমাদের তিনজন পেসার দরকার। এজন্যই রেজাউর রহমান রাজাকে ব্যাক আপ পেসার হিসেবে আমরা দলে রেখেছি। তাকে বিকেএসপিতে দেখেছি। সে ভালো গতিতে বল করেছে।’

প্রধান নির্বাচক আরো জানান, আইপিএল খেলতে ব্যস্ত থাকা মুস্তাফিজুর রহমানকে নিয়েও আলোচনা করেছেন। পুরো আইপিএলের জন্য এনওসি দেয়া হলেও, গতকাল বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, যেকোন মুহূর্তে দলের প্রয়োজনে বাংলাদেশের হয়ে খেলতে ফিরতে হবে মুস্তাফিজকে।

নান্নু বলেন, যদি তারা মনে করেন, দলে মুস্তাফিজ প্রয়োজন, তবে তাকে দ্বিতীয় টেস্টে ডাকা হবে। তিনি আরো বলেন, ‘আমরা মুস্তাফিজ নিয়ে আলোচনা করেছি। আপাতত আমরা শুধু প্রথম টেস্টের দল দিয়েছি। যদি তাকে প্রয়োজন হয়, তবে আমরা তাকে দ্বিতীয় টেস্টের জন্য দলে ডাকবো।’


আরো সংবাদ



premium cement