৪ওভার বাকি থাকতে দুর্দান্ত জয়, এক নম্বরের মুকুট ফিরে পেল কেকেআর
- নয়া দিগন্ত অনলাইন
- ০৭ এপ্রিল ২০২২, ০৩:৫১
চার ওভার বাকি থাকতে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দাপুটে জয় কলকাতা নাইট রাইডার্সের। ফলে রাজস্থান রয়্যালসকে সরিয়ে আইপিএল ২০২২-এর লিগ টেবিলের শীর্ষে ফিরল কেকেআর। বুধবার রোহিতদের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে কলকাতা শুধু মূল্যবান ২ পয়েন্ট সংগ্রহ করে নেয় এমনটাই নয়, বরং নেট রান-রেটও বেশ কিছুটা বাড়িয়ে নেয়, যা টুর্নামেন্টের পরের দিকে প্লে-অফে জায়গা করে নেয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিতে পারে কলকাতাকে।
কেকেআর এক নম্বরে উঠে আসায় দ্বিতীয় স্থানে নেমে যেতে হয় রাজস্থান রয়্যালসকে। যদিও তাদের নেট রান-রেট কলকাতার তুলনায় ভালো। তাই নিজেদের পরের ম্যাচে সঞ্জু স্যামসনরা জিতলেই ফের সিংহাসন দখল করতে পারে রাজস্থান।
গুজরাট টাইটানস ও পাঞ্জাব কিংস আগের মতোই লিগ টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। পাঁচ, ছয় ও সাতে রয়েছে যথাক্রমে লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও দিল্লি ক্যাপিটালস।
মুম্বই ইন্ডিয়ান্স পরপর তিন ম্যাচে হেরে লিগ টেবিলের নয় নম্বরে নেমে যায়। চেন্নাই কিংস উঠে আসে ৮ নম্বরে। একেবারে শেষে ১০ নম্বরে রয়েছে সানরাজার্স হায়দরাবাদ।
দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রান-রেট
কলকাতা নাইট রাইডার্স ৪ ৩ ১ ৬ +১.১০২
রাজস্থান রয়্যালস ৩ ২ ১ ৪ +১.২১৮
গুজরাট টাইটানস ২ ২ ০ ৪ +০.৪৯৫
পঞ্জাব কিংস ৩ ২ ১ ৪ +০.২৩৮
লখনউ সুপার জায়ান্টস ৩ ২ ১ ৪ +০.১৯৩
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ৩ ২ ১ ৪ +০.১৫৯
দিল্লি ক্যাপিটালস ২ ১ ১ ২ +০.০৬৫
চেন্নাই সুপার কিংস ৩ ০ ৩ ০ -১.২৫১
মুম্বই ইন্ডিয়ান্স ৩ ০ ৩ ০ -১৩৬২
সানরাইজার্স হায়দরাবাদ ২ ০ ২ ০ -১.৮২৫
সূত্র : হিন্দুস্তান টাইমস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা