২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

এভিন লুইসের দুরন্ত ব্যাটিং, বড় টার্গেট তাড়া করে জিতল লক্ষ্ণৌ

এভিন লুইসের দুরন্ত ব্যাটিং, বড় টার্গেট তাড়া করে জিতল লক্ষ্ণৌ - ছবি : সংগৃহীত

প্রথম ম্যাচে হারের হতাশা কাটিয়ে আইপিএলে জয়ের খোঁজে নেমেছিল উভয় দল। চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে হাইস্কোরিং ম্যাচে শেষ হাসি হাসল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ২১১ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ৬ উইকেটে জিতল লোকেশ রাহুলের দল। ম্যাচের নায়ক এভিন লুইস। ক্যারিবিয়ান তারাকাটির ২৩ বলে অপরাজিত ৫৫ রানের ইনিংসই দুই দলের মধ্যে ফারাক গড়ে দেয়। অবশ্য ভিতটা গড়ে দিয়েছিলেন লক্ষ্ণৌর দুই ওপেনার কুইন্টন ডি’কক (৪৫ বলে ৬১) ও লোকেশ রাহুল (২৬ বলে ৪০)। ওপেনিং জুটিতে ৯৯ রান যোগ করেন তারা। এরপর দ্রুত ৩টি উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আশা জাগিয়েছিল চেন্নাই। কিন্তু লুইস ও আয়ূষ বাদোনির (৯ বলে অপরাজিত ১৯) দৃঢ়তায় তিন বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লখনউ।

টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে চেন্নাই সুপার কিংস সাত উইকেটে তুলেছিল ২১০ রান। রবিন উথাপ্পা (২৭ বলে ৫০), শিবম দুবে (৩০ বলে ৪৯), মঈন আলি (২২ বলে ৩৫), অম্বাতি রায়াডুরা (২০ বলে ২৭) বড় রান পেলেন। স্লগে ঝড় তুললেন রবীন্দ্র জাদেজা (৯ বলে ১৭), মহেন্দ্র সিং ধোনিও (৬ বলে ১৬)।

গতবারের চ্যাম্পিয়নরা শুরু থেকেই ছিল মারমুখী মেজাজে। ঋতুরাজ গায়কোয়াড় (১) রান আউট হলেও ঝড় তুললেন রবিন উথাপ্পা। আটটি চার ও একটি ছয় মারলেন তিনি। ১৮৫.১৮ স্ট্রাইক রেটে বড় ইনিংসের ভিত গড়ে দেন উথাপ্পাই। তিন নম্বরে নামা মঈনও ছিলেন ছন্দে। তার ইনিংসে ছিল চারটি চার ও দু’টি ছয়। স্ট্রোকের ফুলঝুরি মাঠ মাতালেন চার নম্বরে আসা শিবম দুবেও। বাঁহাতির ব্যাটে এল পাঁচটি চার ও দু’টি ছয়। গ্যালারিতে বল ফেলতে গিয়ে তিনি অবশ্য নিশ্চিত হাফ-সেঞ্চুরি হারালেন। অম্বাতি রায়াডুও বোল্ড হলেন রানের গতি বাড়াতে গিয়ে।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচে অর্ধশতরান করেছিলেন ধোনি। সেই মেজাজেই এদিন শুরু করলেন মাহি। প্রথম বলেই হাঁকালেন বিশাল ছক্কা। ইনিংসের শেষ বলে চার মেরে চেন্নাইকে ২১০ রানে পৌঁছে দেন তিনি। লখনউয়ের বোলারদের মধ্যে দু’টি করে উইকেট নিলেন রবি বিষ্ণোই, আভেশ খান ও অ্যান্ড্রু টাই।

সূত্র : বর্তমান

 


আরো সংবাদ



premium cement
বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা দ্বিতীয় হিজবুল্লাহর একাধিক অবস্থানে হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী মোটরসাইকেলের ধাক্কায় গৃহবধূ নিহত মানবতার কল্যাণই জামায়াতের রাজনীতির মূলমন্ত্র : ড. মুহাম্মদ রেজাউল করিম ডেঙ্গুতে বাড়ছে মৃত্যু, সরকারের পদক্ষেপ কী? চীনের দ্বিতীয় বৃহত্তম হ্যাকিং গ্রুপকে টার্গেট করছে যুক্তরাষ্ট্র ভারত ৪০০-এর আগেই গুটিয়ে যাবে : মাহমুদ হাসান ট্রাম্পের টার্গেট ইউক্রেন, কমলার গাজা সুইয়িং স্টেটগুলোর ভোটে প্রেসিডেন্ট হবেন ট্রাম্প! ইউক্রেনে যাচ্ছে ভারতের অস্ত্র! ক্ষুব্ধ রাশিয়া মার্কিন আদালতে অজিত ডোভালকে সমন, খালিস্তানি নেতাকে খুনের চক্রান্তের অভিযোগ

সকল