প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় টেস্টে থাকছেন সাকিব
- নয়া দিগন্ত অনলাইন
- ২৯ মার্চ ২০২২, ২২:২৯
সাউথ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলবেন সাকিব আল হাসান। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবি পরিচালক জালাল ইউনূস সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে, দ্বিতীয় টেস্ট খেলতে সাকিব সাউথ আফ্রিকায় ফিরছেন। ইউনূস বিসিবির ভবিষ্যত টেস্ট পরিকল্পনা ব্যাখ্যা করার সময় বলেন, ‘সাকিব নিশ্চিত করেছে দ্বিতীয় টেস্টে সে খেলবে।’
সাউথ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ের পর পারিবারিক কারণে ছুটি নিয়ে দেশে ফিরে আসেন সাকিব। যার কারণে ৩১ মার্চ শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার।
প্রোটিয়াদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে খেলে দেশে ফিরে আসার কথা ছিল সাকিবের। দুই সন্তান, মা ও শাশুড়ি অসুস্থ থাকায় দেশে ফেরার কথা ছিল তার। তবে দলের স্বার্থে তৃতীয় ম্যাচ খেলে ফেরার সিদ্ধান্ত নেন সাকিব।
বোর্ডকে তখন জানিয়েছিলেন পরিস্থিতির উন্নতি হলে দ্বিতীয় টেস্ট খেলতে সাউথ আফ্রিকা যাবেন তিনি। গত রোববার সাকিবের পরিবারের সদস্যদের অবস্থা উন্নতি হয় ও হাসপাতাল থেকে ছাড়া পান তারা। এরপরই সাকিব বোর্ডকে জানান তিনি সিরিজে ফিরতে প্রস্তুত।
সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট শুরু হবে ৮ মার্চ পোর্ট এলিজাবেথে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা