২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরি
`

পেসারদের সাফল্যের রহস্য জানালেন মোস্তাফিজ

দক্ষিণ আফ্রিকার মাটিতে এসেছে স্মরণীয় সিরিজ জয়। - ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটে পেসারদের আধিপত্য নেই বললেই চলে। তবে সাম্প্রতিক সময়গুলোতে চিত্র পাল্টেছে। ধীরে ধীরে স্পিনারদের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এই ডিপার্টমেন্ট। চলতি বছরের শুরুতে নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জিতেছিল বাংলাদেশ। যেখানে দুর্দান্ত এক স্পেলে বোলিং করে ম্যাচের চিত্র পাল্টে দিয়েছিলেন এবাদত হোসেন। এসেছিল ঐতিহাসিক জয়। দক্ষিণ আফ্রিকার মাটিতে এসেছে স্মরণীয় সিরিজ জয়। এখানেও পেসারদের আধিপত্য। নায়ক তাসকিন।

তাসকিনকে নিয়ে প্রশংসা করছেন অনেকে। নিজে সফল না হলেও সতীর্থের সাফল্যে উচ্ছ্বাসে ভাসলেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান। জানালেন, সম্প্রতি সময়ে পেসারদের উন্নতির কারণ।

তিনি বলেন, ‘আমরা পেস বোলাররা যদি ম্যাচ জেতাতে পারি, আমাদের খুবই ভালো লাগে। আমরা পেসাররা সবসময় একটা ইউনিট হয়ে থাকি। বোলিং করার সময় দেখবেন, আমরা সবসময় একসাথে থাকি, আমরা কেউ আলাদা না। কারোর চিন্তাধারায় কিছু একটা আসলে সেটা সবার সাথে বিনিময় করি। এই কারণে আমার মনে হয় আমরা সবাই নিজেদের ভেতর কথা বলি বলেই আমাদের উন্নতি হচ্ছে।’

কয়েক মাস আগে নিউজিল্যান্ড সফরে থাকাকালীন এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে লেখেন, ‘পেস ব্যাটারি অব টিম বাংলাদেশ।’ সেই ছবিতে এবাদতের সাথে হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায় বাংলাদেশ টেস্ট দলের বাকি পাঁচ পেসার তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, আবু জায়েদ রাহী ও শহিদুল ইসলামকে।

শুধু হাসি মুখে ছবি তুলে ফেসবুকে দেয়ার মধ্যেই সীমাবদ্ধ নয় তাদের এই বন্ধন। আন্তর্জাতিক ক্রিকেটে জুটি বেঁধে বোলিংয়ের জন্য নিজেদের মধ্যে যে বোঝাপড়াটা প্রয়োজন, সেই চর্চাটা ধারাবাহিক রাখতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গ্রুপও খুলেছে বাংলাদেশ দলের পেসাররা। নিজেদের ব্যাপারে ইতিবাচক কথা বলার জন্য সেই গ্রুপের নাম রাখা হয়েছে ‘পজিটিভ মাইন্ডসেট’ অর্থাৎ ইতিবাচক মানসিকতা।

সেই ইতিবাচক মানসিকতায় দক্ষিণ আফ্রিকায় ওয়ানডে সিরিজ জয়ের পর এবার টেস্ট সিরিজ জয়ের ব্যাপারে আশাবাদী মোস্তাফিজ। বলেন, ‘আমরা নিউজিল্যান্ডে অনেক ভালো খেলেছি। এখানেও (দক্ষিণ আফ্রিকায়) যে ভালো করতে পারব না- এমন কিছু না। আমাদের পেস বোলার, ব্যাটসম্যান সবাই খুব ভালো ফর্মে আছে, ওয়ানডে ও টেস্টে। ইনশাআল্লাহ আমরা টেস্ট সিরিজও জিতব। আমরা যে ওয়ানডে সিরিজ জিতেছি, এই বিশ্বাস আমাদের আরো সামনে এগিয়ে নিয়ে যাবে।’


আরো সংবাদ



premium cement
রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী অস্ত্র ও গুলিসহ আরসার কমান্ডার আটক বান্দরবানে অস্ত্র, গুলি ও ড্রোন সিগন্যাল জ্যামারসহ বিপুল সরঞ্জাম উদ্ধার পোকায় খেলো ভর্তির সময় জমা দেয়া রাবি শিক্ষার্থীদের মার্কশিট কুষ্টিয়ায় বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু জ্বালাপোড়া আর যন্ত্রণায় এখনো কাতরান রেজাউল মুন্সি চীনের নতুন ৬টি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ দ্রুত উইকেট হারানোর চাপ নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ সংঘর্ষ ও অগ্নিসংযোগে উত্তাল দীঘিনালা : নিহত ৩ আইন নিজের হাতে তুলে নিলে কঠোর ব্যবস্থা : পুলিশ সদর দফতর আজ বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশনও আইন হাতে তুলে নেয়ার প্রবণতা দেশের শান্তি-শৃঙ্খলার জন্য হুমকি : মিয়া গোলাম পরওয়ার

সকল