২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সবার জন্যই এটা গর্বের : ফিঞ্চ

সবার জন্যই এটা গর্বের : ফিঞ্চ - ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপ জয়। আনন্দের আতিশয্যে অধিনায়ক অ্যারন ফিঞ্চ। নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা জেতার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক বললেন, এটা সবার জন্যই গর্বের।

রোববার বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। কিউইদের করার ১৭২ রানের জবাবে সাত বল হাতে রেখে মাত্র দুই উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছায় অস্ট্রেলিয়া।

ফাইনাল শেষে চ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়ায় ফিঞ্চ বলেন, ‘এটা আসলেই বড় কিছু। অস্ট্রেলিয়া প্রথমবারের মতো করে দেখালো। আমাদের লড়াই করতে হতো, সেটি আমরা করেছি। বিশ্বাস করতে পারছি না ওয়ার্নারকে কয়েক সপ্তাহ আগেও সবাই শেষ বলে দিয়েছিল।’

ফিঞ্চ আরো বলেন, ‘আমার মতে জ্যাম্পা ছিল এই টুর্নামেন্টের সেরা খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণ করেছে, বড় উইকেট নিয়েছে, দুর্দান্ত খেলোয়াড় সে। মিচেল মার্শ কি দুর্দান্ত খেলেছে, শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রেখেছে। ওয়েড ইনজুরি শঙ্কা নিয়ে এসে কাজটা করে গেছে। স্টয়নিসও নিজের কাজ করেছে।’

অধিনায়ক হিসেবে নিজেও অনেক খুশি ফিঞ্চ। তবে এমন সাফল্যে সবাইকে স্মরণ করলেন তিনি। তার মতে, এটা গর্বের সবার জন্যই। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়ার প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাটা অনেক বড় ব্যাপার। ছেলেরা পুরো টুর্নামেন্ট যেভাবে খেলেছে, এটা গর্বের।’


আরো সংবাদ



premium cement