০৬ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১, ৫ রজব ১৪৪৬
`

লজ্জার রেকর্ড, ০ রানে আউট কোহলি

লজ্জার রেকর্ড, ০ রানে আউট কোহলি - ছবি : ইন্ডিয়ান এক্সপ্রেস

ব্যাট হাতে ফের একবার দলকে লজ্জায় ফেললেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার প্ৰথম বলেই উইকেটকিপারের হাতে ক্যাচ তুলে প্যাভিলিয়নে ফিরলেন তিনি। ভাবা হয়েছিল, ইংল্যান্ডে ব্যাট হাতে ফর্মে ফিরবেন তারকা। তবে নটিংহ্যামে শূন্য রানে আউট হয়ে বিপত্তি বাড়ালেন তিনি।

ভারত আগের দিনের স্কোর থেকে ভালোই টানছিল। কেএল রাহুল এবং রোহিত শর্মা দুজনেই দলকে প্রায় সেঞ্চুরি পার্টনারশিপে নিয়ে যান। তবে দলগত ৯৭ রানের মাথাতেই রোহিত শর্মাকে (৩৬) ফেরান অলি রবিনসন। তারপরেই হঠাৎ করেই ধস নামে ভারতের ইনিংসে। ৯৭/০ থেকে ভারত হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে ১১২/৪ হয়ে যায়।

ক্রিজে এসেই পূজারা আউট হয়ে যান আন্ডারসনের (১৬ বলে ৪) বলে। আর পূজারাকে ফেরানোর পরের বলেই আন্ডারসনের শিকার কোহলি (০)। হ্যাটট্রিকের সম্ভবনা থাকলেও আন্ডারসন অবশ্য তৃতীয় বলে আউট করতে পারেননি রাহানেকে। কেএল রাহুলের সঙ্গে ভুল বোঝাবুঝিতে কিছুক্ষণ পরেই রান আউট হয়ে ফেরেন রাহানেও।

আচমকা ধসের মধ্যেই শিরোনামে কোহলির শূন্য। ২০১৪ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময় কোহলিকে আউট করা অভ্যাস করে ফেলেছিলেন আন্ডারসন। পাঁচ টেস্টে একবারও হাফসেঞ্চুরি পেরোতে পারেননি কোহলি। ১০ ইনিংসে কোহলির রান ছিল মাত্র ১৩৪। তবে দুঃস্বপ্নের সেই সফরের পাল্টা কোহলি দিয়েছিলেন ২০১৮-য়। আন্ডারসনকে পেরিয়েই কোহলি সেবার গোটা সিরিজে ৫৯৩ করে গিয়েছিলেন।

বৃহস্পতিবার প্রথম টেস্টের শুরুতেই আন্ডারসন আবার যেন ২০১৪-র স্মৃতি ফিরিয়ে দিলেন। সেই ট্রেডমার্ক ফ্যাশনে। অফস্ট্যাম্পের বাইরে ওভার পিচড বলে হালকা সুইং। তা খেলতে গিয়েই উইকেটকিপারের হাতে ক্যাচ। সবমিলিয়ে কোহলি টেস্টে এদিন পঞ্চমবার ‘গোল্ডেন ডাক’ করে গেলেন। কোহলিকে আউট করেই আন্ডারসন টেস্টে কুম্বলের ৬১৯তম উইকেটের নজির ছুঁয়ে ফেললেন। অন্যদিকে, পাঁচবার শূন্য রানে আউট হলেন কোহলি। এর আগে কোনো ভারতীয় ক্যাপ্টেন এতবার শূন্য রানে আউট হননি।

খারাপ আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকার সময় ভারত ১২৫/৪। ক্রিজে হাফসেঞ্চুরি করা কেএল রাহুলের (৫৭) সঙ্গে ব্যাটিং করছেন ঋষভ পন্থ (৭)।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস


আরো সংবাদ



premium cement
এইচএমপিভি ভাইরাসে ভারতে আক্রান্ত ২ শিশু দিনাজপুরে সেতাবগঞ্জ চিনিকল চালু করার কার্যক্রম শুরু মেহেরপুর পৌরসভা ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের মানববন্ধন সাবেক আইজিপি মামুন নতুন মামলায় গ্রেফতার ছত্তিশগড়ে সাংবাদিককে খুনের ঘটনায় আটক মূল অভিযুক্ত মধুখালীতে সস্ত্রীক বীর মুক্তিযোদ্ধাকে আহত করার ঘটনায় অভিযুক্ত গ্রেফতার গুরুদাসপুরে পুকুরে ডুবে নারীর মৃত্যু সুপ্রিম কোর্টের বেঞ্চসমূহে কাগজমুক্ত বিচার কার্যক্রম শুরু শাহজাদপুরে ডলার ও স্বর্ণসহ ৩০ লাখ টাকার মালামাল লুট সম্ভাব্য যুদ্ধবিরতির প্রথম ধাপে ৩৪ বন্দিকে মুক্তি দিতে হামাসের সম্মতি চৌদ্দগ্রামে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

সকল