২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

শোয়েব আখতারের চেহারার সঙ্গে মিল, ভাইরাল ভারতীয় নারী

-

প্রযুক্তির এই যুগে প্রায় একই চেহারার মানুষ খুঁজে পাওয়াটা এখন আর খুব বড় কোনো বিষয় নয়। কিন্তু এবার সাবেক পাকিস্তানি পেসার শোয়েব আখতারের চেহারের সঙ্গে মিল থাকা এক ভারতীয় নারী সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল হয়েছেন।

শোয়েব আখতার ও ভারতীয় নারী টিকটকার ভানিতা খিলনানির চেহারার মধ্যে অদ্ভূত রকমের মিল দেখে বেশ অবাকই হয়েছেন নেটিজেনরা।

খিলনানি মূলত তার সামাজিক মাধ্যমগুলোতে মজাদার ভিডিও পোস্ট করেন। কয়েকদিন আগে তিনি একটি ভিডিও প্রকাশ করেন, সেই ভিডিওতে তিনি দেখানোর চেস্টা করছিলেন আগের দিনগুলোতে বাবা-মায়েরা কিভাবে বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলতেন। তার এই ভিডিওটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘুরপাক খাচ্ছে।

সম্প্রতি ইন্সটাগ্রামে তিনি তার ফলোয়াদের নিজের চেহারের সঙ্গে শোয়েব আখতারের মিল থাকার বিষয়টি নিয়ে নিজেই প্রশ্ন করেছিলেন, সবাই বলছে আমি দেখতে এই মানুষটির মতো (শোয়েব আখতার)। আপনাদের কাছে কি মনে হয়? ছবি শেয়ার করার অ্যাপসিটিতে জিজ্ঞেস করেন এই টিকটকার।

তার এই প্রশ্নের জবাব মন্তব্য ঘরে দেন অনেকেই। যাদের বেশিরভাগই বলেছেন তার সঙ্গে শোয়েবের মিল রয়েছে। 'তুমি দেখতে শোয়েব আক্তারের মতো যেমনটা সে নিজেও না,' এমন মন্তব্য করেন ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একজন।
সূত্র : জিও নিউজ


আরো সংবাদ



premium cement