২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

২২ মাস পর মিরাজের ফিফটি

-

দীর্ঘ অপেক্ষা। মাঝে একটা বছর ছিল করোনার কারণে বন্ধ। সব মিলিয়ে ২২ মাস পর টেস্ট ক্রিকেটে ফিফটির দেখা পেলেন মেহেদী হাসান মিরাজ।

বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে কাঙ্ক্ষিত ফিফটির দেখা পান এই স্পিনার। কর্নওয়ালের বলে দুই রান নিয়ে পঞ্চাশ স্পর্শ করেন মিরাজ। ফিফটিতে পৌঁছাতে তার বল খেলতে হয়েছে ৯৯টি। টেস্ট ক্যারিয়ারে মিরাজের এটি তৃতীয় ফিফটি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম।

টেস্টে মিরাজের সর্বশেষ ফিফটি ছিল ২০১৮ সালের ১১ নভেম্বর জিম্বাবুয়ের বিরুদ্ধে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ৬৮ রানে অপরাজিত ছিলেন। টেস্ট ক্যারিয়ারে সেটিই সর্বোচ্চ রানের ইনিংস মিরাজের। ক্যারিয়ারের প্রথম ফিফটি মিরাজ পান ভারতের বিরুদ্ধে হায়দরাবাদে ২০১৭ সালে।

১২ ইনিংস পর ফিফটির দেখা পাওয়া মিরাজ এখনো ব্যাট করছেন ক্রিজে। অপরাজিত আছেন ৫২ রানে। হাঁকিয়েছেন সবার চেয়ে বেশি সাতটি চার।

বাংলাদেশের সংগ্রহ এখন সাত উইকেটে ৩৩৮ রান।


আরো সংবাদ



premium cement