করাচিতে মাঠে নামার প্রতীক্ষায় তামিম
- নয়া দিগন্ত অনলাইন
- ১৩ নভেম্বর ২০২০, ১১:৫৮
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে বর্তমানে পাকিস্তানে অবস্থান করছেন বাংলাদেশের হার্ড হিটার ওপেনার তামিম ইকবাল। বৃহস্পতিবার নিজ দল লাহোর কালান্দার্সের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলেছেন। এখন শনিবার মূল ম্যাচের দিকে নজর তামিমের। প্রতীক্ষায় আছেন একাদশে জায়গায় পেয়ে মাঠে জ্বলে উঠতে।
শনিবার রাত সাড়ে আটটায় করাচিতে এলিমিনেটর ওয়ান ম্যাচে মুখোমুখি হবে তামিমের লাহোর কালান্দার্স ও পেশোয়ার জালমি। মজার বিষয় হলো পেশোয়ার জালমি তামিমের সাবেক দল। এই ম্যাচ জিততে পারলে দ্বিতীয় এলিমিনেটর ম্যাচে খেলবে তামিমের লাহোর। এই ম্যাচ জিতলে ফাইনালে খেলবে তামিমরা।
শনিবার বিকেল চারটায় কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে মুলতান সুলতান্স ও করাচি কিংস। এই ম্যাচে জয়ী দল পাবে ফাইনালের টিকিটি। হেরে যাওয়া দল দ্বিতীয় এলিমিনেটর ম্যাচ খেলবে। করোনার কারণে বেশ হ্যাপা পোহাতে হচ্ছে তামিমকে। পাকিস্তান যাওয়ার আগে দেশেই দুইবার কোভিড টেস্ট করাতে হয়েছে তামিমকে। দুইবারই নেগেটিভ। সেই সার্টিফিকেট নিয়েই পাকিস্তান যান তিনি।
সেখানে যাওয়ার পর আবার দুইবার পরীক্ষা করা হয়েছে তাকে। এরপর অনুমতি মেলে হোটেল কক্ষ থেকে বের হওয়ার। দুই দিনের কোয়ারেন্টিন শেষে বৃহস্পতিবার লাহোর কালান্দার্সের প্রস্তুতি ম্যাচে খেলেন তামিম ইকবাল। করাচির জাতীয় স্টেডিয়ামে মুলতান সুলতান্সের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচে তামিম করেন ৩৭ রান।
পিএসএলে তামিমের সাথে খেলার কথা ছিল বাংলাদেশের আরেক ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদেরও। তবে যাওয়ার আগে হুট করে করোনা পজিটিভ হওয়ায় বর্তমানে নিজ বাসাতে আইসোলেশনে আছেন রিয়াদ। তার খেলার কথা ছিল মুলতান সুলতান্সে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা