২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ শাবান ১৪৪৬
`

গেইলের মঞ্চে রাজস্থানের দাপট

গেইলের মঞ্চে রাজস্থানের দাপট - ছবি : সংগৃহীত

আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখতে দুই দলেরই জয়ের বিকল্প ছিল না। সেই লড়াইয়ে জিতল রাজস্থান রয়্যালস। ক্রিস গেইলের খুনে ব্যাটিংয়ে শুক্রবার রাতে কিংস ইলেভেন পাঞ্জাবকে সাত উইকেটে হারিয়েছে স্মিথের রাজস্থান।

আবুধাবিতে শুক্রবার আগে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ১৮৫ রান করে পাঞ্জাব। জবাবে ১৫ বল হাতে রেখে তিন উইকেটে জয়ের লক্ষ্যে পৌছে রাজস্থান। ১৩ ম্যাচে দুই দলেরই পয়েন্ট ১২। দুই দলেরই সম্ভাবনা আছে প্লে অফে যাওয়ার। হেরে গেলেও চারে পাঞ্জাব, কলকাতাকে পেছনে ফেলে পাঁচে রাজস্থান।
আগে ব্যাট করতে নামা পাঞ্জাবের হয়ে বলতে গেলে একাই রান করেছেন ক্রিস গেইল। ভাগ্য খারাপ, সেঞ্চুরিটা হয়নি। ৬৩ বলে ৯৯ রানে আউট ক্যারিবীয়ন সুপারস্টার। চার ছয়টি, ছক্কা আটটি। টি টোয়েন্টি ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসাবে হাজার ছক্কার মালিক এখন গেইল (১০০১)।
অধিনায়ক লোকেশ রাহুল করেন ৪৬। ১০ বলে তিন ছক্কায় ২০ রান করেন পুরান।

১৮৬ রানের টার্গেটে খেলতে নামা রাজস্থান শুরু থেকেই দুরন্ত। এক মুহূর্তের জন্যও মনে হয়নি ম্যাচে হারবে দলটি। ২৬ বলে স্টোকসের ফিফটি, চার ছয়টি, ছক্কা তিনটি। ২৫ বলে স্যামসনের ৪৮ রান। ওপেনার উথাপ্পা করেন ৩০। তিন উইকেট পড়ার পর অধিনায়ক স্মিথ ও জস বাটলার খেলার ইতি টানেন। ২০ বলে ৩১ রানে স্মিথ ও ১১ বলে ২২ রানে বাটলার থাকেন অপরাজিত। ম্যাচ সেরা রাজস্থানে বেন স্টোকস।

প্লে অফের যাওয়ার লড়াই আরও জমে উঠল রাজস্থানের এই জয়ের ফলে। কঠিন হল কলকাতা নাইট রাইডার্সের রাস্তা। ১৩ ম্যাচে পাঞ্জাব, কলকাতা ও রাজস্থানের পয়েন্ট ১২। নেট রান রেটের লড়াইয়ে বেশ পিছিয়ে কলকাতা। আগামী ম্যাচে রাজস্থান মুখোমুখি হবে কলকাতার। সেই ম্যাচে জিততে চাইবে দুই দলই। কারণ হারলেই আশা শেষ প্লে অফের।


আরো সংবাদ



premium cement
পাবিপ্রবিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‘মানুষের অধিকার রক্ষা ও কল্যাণ রাষ্ট্র গঠনে জামায়াত নেতাকর্মীদের কাজ করতে হবে’ পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত হবিগঞ্জে মাইক্রোবাস ও পিকআপের সংঘর্ষে আহত ৭ জুনে নেপালের বিদ্যুৎ আসবে বাংলাদেশে পানছড়িতে আগুনে পুড়ল প্রবাসীর বসতঘর পাকিস্তানকে উড়িয়ে সেমিফাইনালের দোরগোড়ায় ভারত ন্যাটো সদস্যপদ দিলে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগে রাজি জেলেনস্কি গফরগাঁওয়ে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত বাস্তবতা বুঝতে বললেন কোচ বাটলার কটিয়াদীরের স্বাধীন মিয়া দেশ সেরা দ্রুততম মানব

সকল