২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ শাবান ১৪৪৬
`

দুরন্ত কলকাতা, বিবর্ণ চেন্নাই

দুরন্ত কলকাতা, বিবর্ণ চেন্নাই - ছবি : সংগৃহীত

টানা তিন হারের পর দারুণ এক জয়ে উজ্জীবিত হয়েছিল চেন্নাই সুপার কিংস। কিন্তু সেই জয়ের ধারা ধরে রাখতে পারল না ধোনি শিবির। বুধবার রাতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে ১০ রানে হেরেছে চেন্নাই। দুরন্ত জয়ে পয়েন্ট তালিকায় তৃতীয়স্থানে উঠে এসেছে কলকাতা। পাঁচে অবস্থান চেন্নাইয়ের।

জয়ের জন্য চেন্নাইয়ের টার্গেট ছিল ১৫৮ রান। কিন্তু তুলনামূলক এমন সহজ লক্ষ্য স্পর্শ করতে পারেনি ওয়াটসন, প্লেসিস, কুরানদের মতো তারকাদের নিয়ে গড়া দলটি। চেন্নাইয়ের ইনিংস থামে ৫ উইকেটে ১৫৭ রানে।

দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন ওপেনার শেন ওয়াটসন। ৪০ বলের ইনিংসে তিনি হাঁকান ৬টি চার ও একটি ছক্কা। প্লেসিস (১৭) আগের ম্যাচের মতো জ¦লে উঠতে পারেননি। রাইডু করেন ৩০ রান। ১১ রানে বোল্ড অধিনায়ক ধোনি।

কুরান (১৭) ও যাদব (৭*) আস্থার প্রতিদান দিতে পারেননি। তবে শেষের দিকে আফসোস বাড়ান রবীন্দ্র জাদেজা। মাত্র ৮ বলে তিনি অপরাজিত থাকেন ২১ রানে (তিন চার ও এক ছক্কা)।
এর আগে আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নামা কলকাতার হয়ে বলতে গেলে একাই রানের চাকা সচল রাখেন ওপেনার রাহুল ত্রিপাতি। ৫১ বলে তিনি খেলেন ৮১ রানের বিধ্বংসি ইনিংস। ৮টি চারের সঙ্গে তিনি হাঁকান তিনটি ছক্কা।

কলকাতার শুরুর রানের গতি দেখে মেনে হয়েছিল দুই শ অতিক্রম করবে দলটি। কিন্তু ত্রিপাতি ছাড়া কেউ স্পর্শ করতে পারেনি ২০ রানের ঘরও। ফলে ১৬৭ রানে অল আউট হয় দলটি। সুনীল নারিন ও কামিন্স সমান ১৭ রান করেন।

চেন্নাইর হয়ে বল হাতে সর্বোচ্চ ৩ উইকেট নেন ব্রাভো। কুরান, ঠাকুর ও শর্মা নেন দুটি করে উইকেট। ঝড়ো ইনিংস খেলার সুবাদে ম্যাচ সেরার পুরস্কার জেতেন কলকাতার রাহুল ত্রিপাতি। ৫ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট কলকাতার। সেখানে ছয় ম্যাচে চেন্নাইর জয় মাত্র দুটি, পয়েন্ট ৪।


আরো সংবাদ



premium cement
শেষরাতে হঠাৎ স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায় হাসনাত আব্দুল্লাহ দামুড়হুদায় নব দম্পত্তির উপরে ছিনতাইকারীর হামলা, গহনা লুট মৌলিক চাহিদার অন্যতম আবাসন খাতে স্থবিরতা চরমে সিলেট সীমান্তে সোয়া কোটি টাকার পণ্য আটক বিজিবির পদত্যাগের দাবিতে বিক্ষোভ, মধ্যরাতে প্রেস ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ‘২০০ ভরি’ স্বর্ণালঙ্কার ছিনতাই পাঠ্যবই মুদ্রণে সফল ৩৫ প্রতিষ্ঠানকে এনসিটিবির সংবর্ধনা অপারেশন ডেভিল হান্টে আরো ৫৮৫ জন গ্রেফতার সেনা অফিসারদের হত্যার ষড়যন্ত্রকারীদের বিচারের দাবিতে সমাবেশ দেশের আকাশসীমায় সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা সচেষ্ট : বিমান বাহিনী রমজানে কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না : অর্থ উপদেষ্টা

সকল