১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১, ৯ রজব ১৪৪৬
`

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অঘোষিত ফাইনাল আগামীকাল

ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অঘোষিত ফাইনাল আগামীকাল - ছবি: সংগৃহীত

প্রথম ওয়ানডে অস্ট্রেলিয়া, দ্বিতীয়টিতে ইংল্যান্ড জয় পাওয়ায় দুই দলের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি রূপ নিয়েছে অঘোষিত ফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল নিবে সিরিজ জয়ের স্বাদ। দু’দলেরই লক্ষ্য সিরিজ জয়। ম্যানচেস্টার ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। টি-টোয়েন্টি সিরিজ ২-১ হারের পর ওয়ানডেতে দারুণভাবে শুরু করে সফরাকারী অস্ট্রেলিয়া। প্রথম ম্যাচে ১৯ রানে জয় পায় অ্যারন ফিঞ্চের দল। দ্বিতীয় ম্যাচেই সিরিজ নিজেদের করে নিতে পারত অসিরা। নিজেদের দোষেই ২৪ রানে হারে তারা। এই জয়ে সিরিজে ১-১ সমতা আনতে পারে ইংল্যান্ড।

অসি অধিনায়ক অ্যারন ফিঞ্চ তিনি বলেছেন, ‘আগের ম্যাচের ভুল থেকে শিক্ষা নিতে হবে। ব্যাটসম্যানদের আরো বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে। সিরিজ জিততে হলে, ভালো খেলা ছাড়া উপায় নেই।’ ২০১৫ সালে সর্বশেষ ইংল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জিতেছিলো অস্ট্রেলিয়া। পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো তারা। এরপর দু’বার ইংল্যান্ডের বিপক্ষে খেললেও, দু’টি সিরিজই হারে অসিরা।

অন্যদিকে টি-টোয়েন্টির মতোই সিরিজ জয়ের সুর ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগানের, ‘পিছিয়ে পড়েও যেভাবে আমরা সিরিজে ফিরেছি, তা প্রশংসনীয়। পাঁচ বছর ধরে দেশের মাটিতে ওয়ানডে আমাদের সাফল্য ঈর্ষনীয়। কোনো সিরিজ হারিনি আমরা। এই ধারাটা অব্যাহত রাখতে হবে।’


আরো সংবাদ



premium cement
ফকিরহাটে লখপুর গ্রুপের ১৭ শিল্পপ্রতিষ্ঠান খুলে দেয়ার দাবি শ্রমিকদের স্বৈরাচারের সহযোগীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান রিপনের মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু বিক্ষোভের মাঝে মাদুরোর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ সিরিয়ার কোনো অংশ দখলের ইচ্ছা নেই তুরস্কের : পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি চীনের জন্য সতর্কতা : মেলোনি সিরিয়ায় একটি অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠার ওপর পাকিস্তানের গুরুত্বারোপ সহ-সমন্বয়ক রাফির নামে বিকাশে অস্বাভাবিক লেনদেনের তথ্যটি ভুয়া ইয়েমেনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম নয় ইসরাইল : হাউছি জামায়াতের সাথে বিএনপির দূরত্বের কিছু নেই : নজরুল ইসলাম খান রাজধানী বদলাচ্ছে ইরান

সকল