২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

সন্তানদের নিরাপত্তায় আইপিএল থেকে সড়ে আসেন রায়না

সন্তানদের নিরাপত্তায় আইপিএল থেকে সড়ে আসেন রায়না - ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনা পরীক্ষায় চেন্নাই সুপার কিংসের ১৩জন খেলোয়াড়ের করোনা পজিটিভ আসে। এরমধ্যে দু’জন ক্রিকেটারও আছেন। তারা হলেন- পেসার দীপক চাহার ও ঋতুরাজ গায়কোয়াড়।

এমন ঘোষনার পরদিনই আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ত্রয়োদশ আসর থেকে সড়ে দাঁড়ান চেন্নাইয়ে বাঁ-হাতি ব্যাটসম্যান সুরেশ রায়না।

হঠাৎ করে রায়নার সড়ে যাবার কথা জানিয়েছিলো চেন্নাইয়ের প্রধান নির্বাহী কেএস বিশ্বনাথ। তিনি টুইট করে লিখেন, ‘ব্যক্তিগত কারণে সুরেশ রায়না দেশে ফিরে গেছেন। আইপিএলের এবারের আসরে তাকে আর পাওয়া যাবে না। এই সময়ে সুরেশ ও তার পরিবারের প্রতি চেন্নাইয়ের সম্পূর্ণ সমর্থন থাকবে।’

তবে রায়নার সড়ে যাবার কারণ কি ছিলো, সেটি প্রকাশ করলো ভারতের সংবাদমাধ্যম। সেখানে রায়না বলেছেন, ‘সন্তানের থেকে কোনও কিছুই গুরুত্বপূর্ণ নয়।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement