২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

বৃষ্টিতে ভেসে গেল ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-২০

- ছবি : সংগৃহীত

টেস্ট সিরিজে শেষ দু’ম্যাচের মত ইংল্যান্ড-পাকিস্তান প্রথম টি-২০’তেও দাপট দেখালো বৃষ্টি। গতরাতে ম্যানচেষ্টারে বৃষ্টির কারনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০টি পরিত্যক্ত হয়েছে।

ম্যাচটি পরিত্যক্ত হবার আগে ব্যাট হাতে ঝড় তুলেন ইংল্যান্ডের তরুণ ব্যাটসম্যান টম ব্যাটন। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা ইংল্যান্ডের ইনিংস ওপেন করতে নামেন ব্যাটন।

২১ বছর বয়সী ব্যাটন ৪২ বল মোকাবেলায় ৪টি চার ও ৫টি ছক্কায় ৭১ রান করেন। টি-২০ ক্যারিয়ারের চতুর্থ ম্যাচে এসে প্রথম হাফ-সেঞ্চুরির দেখা পান তিনি।

ব্যাটনের সাথে তাল মেলাতে পারেননি ইংল্যান্ডের অন্য ব্যাটসম্যানরা। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন ডেভিড মালান। ১৪ রান করেন ইয়োইন মরগান।

বৃষ্টিতে খেলা বন্ধ হবার আগে ইংল্যান্ড ১৬ দশমিক ১ ওভারে ৬ উইকেটে ১৩১ রান করতে পারে। বল হাতে পাকিস্তানের তিন স্পিনার ইমাদ ওয়াসিম-শাদাব খান ২টি করে ও ইফতেখার আহমেদ ১টি উইকেট নেন।

আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ম্যানচেষ্টারেই হবে সিরিজের দ্বিতীয় টি-২০। একই ভেন্যুতে পহেলা সেপ্টেম্বর হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০।

ইংল্যান্ড-পাকিস্তানের তিন ম্যাচ টেস্ট সিরিজের শেষ দু’টিতেও বৃষ্টির দাপট ছিলো। তাই সাউদাম্পটনে দ্বিতীয় টেস্টে খেলা হয়েছে মাত্র ১৩৪ দশমিক ৩ ওভার। আর সাউদাম্পটনে তৃতীয় ও শেষ টেস্টে খেলা হয়েছে মাত্র ৩৩০ দশমিক ৫ ওভার।

বৃষ্টির কারণেই শেষ দু’টি টেস্টে ফলাফল দেখতে পারেনি দু’দল। তবে ম্যানচেষ্টারে প্রথম টেস্ট ৩ উইকেটে জিতে সিরিজটি ১-০ ব্যবধানে জিতে স্বাগতিক ইংল্যান্ড।


আরো সংবাদ



premium cement