২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অনিশ্চিত : ইমরান খান

মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অনিশ্চিত : ইমরান খান - ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান লড়াই দেখতে মুখিয়ে থাকে বিশ্ব ক্রিকেটের অগণিত ভক্তরা। কিন্তু সেই ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ এখন ‘সোনার হরিণ’। ২০০৮ সালে মুম্বাইয়ের সন্ত্রাসী হামলার পর থেকে টেস্ট ম্যাচ খেলছে না দু’দল। ২০১২ সালে সর্বশেষ ওয়ানডে সিরিজ খেলেছে ভারত ও পাকিস্তান।

দ্বিপক্ষীয় সিরিজ না হওয়ায়, আইসিসি বা এসিসির টুর্নামেন্টে দেখা মিলে ভারত-পাকিস্তান লড়াই। তারপরও ক্রিকেটের এই দু’দেশের দ্বিপক্ষীয় সিরিজ দেখতে মুখিয়ে আছে ভক্তরা। কিন্তু দুই চির প্রতিন্দ্বন্দীর দ্বিপক্ষীয় সিরিজ হবার কোনো সম্ভাবনাই দেখছেন না পাকিস্তানের সাবেক বিশ্বকাপ জয়ী অধিনায়ক ও প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ‘এই মূর্হুতে ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ আয়োজনে‘আতঙ্কজনক পরিবেশ’ বিরাজ করছে। বর্তমান পরিবেশে ভারত-পাকিস্তান সিরিজ হবার কোনো সম্ভাবনা নেই।’

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান আরো বলেন, ‘আমি মনে করি ভারতে যে ধরনের সরকার ক্ষমতায় আছে, তাতে তাদের সাথে দ্বিপক্ষীয় ক্রিকেট আয়োজনের অবস্থা নেই। রাজনৈতিক অবস্থা ও বর্তমান প্রেক্ষাপট তাই বলছে।’

নিজের ক্রিকেট ক্যারিয়ারে ভারতের মাটিতে দু’টি দ্বিপক্ষীয় সিরিজে অংশ নিয়েছেন ইমরান। ১৯৭৯ ও ১৯৮৭ সালে অনুষ্ঠিত সেই দু’টি সিরিজের সময় তৎকালীন পরিবেশ ভালো ছিল বলে তা সম্ভব হয়েছে বলে মনে করেন ইমরান। তিনি বলেন, ‘ভারত-পাকিস্তান সিরিজে প্রচুর দর্শক হয়। আমি দু’টি সিরিজে খেলেছিলাম। সেই দু’টি সিরিজে আমরা প্রচুর দর্শকের উপস্থিতি দেখেছি। দুই দেশের সরকারও নিজেদের মধ্যে বিভিন্ন ইস্যুতে সমস্যা মেটাতে তৎপর ছিল। ১৯৭৯ ও ১৯৮৭ সালে ভারতের মাটিতে খেলার পরিবেশটা ভালো ছিল। আমরা সকলে উপভোগ করেছি।’

বিশ্ব ক্রিকেটের সবচেয়ে আকর্ষণীয় হলো, ভারত-পাকিস্তান দ্বিপক্ষীয় সিরিজ। এই দু’দলের ম্যাচ হলেই উত্তেজনার বারুদ ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার অ্যাশেজের সাথে অনেকেই ভারত-পাকিস্তান সিরিজের তুলনা করেছেন। কিন্তু তাতে একমত নন ইমরান, ‘অ্যাশেজের গুরুত্ব অবশ্যই আছে। কিন্তু কোনো কিছুর সাথেই ভারত-পাকিস্তান সিরিজের তুলনা করা যাবে না। এ সিরিজে অনেক বেশি স্নায়ু চাপ থাকে। ইন্দো-পাক সিরিজের উপভোগের মাত্রাটা ভিন্ন। দর্শকদের মধ্যে উত্তেজনার মাত্রাও অনেক বেশি থাকে। এমন সিরিজ খেলতে খেলোয়াড়রাও মুখিয়ে থাকে।’

১৯৯২ সালে ইমরানের নেতৃত্বেই প্রথমবারের মত বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। খেলা ছাড়ার ২৮ বছর পর পাকিস্তানের প্রধানমন্ত্রী হন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষকও ৬৭ বছর বয়সী ইমরান খান।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement