২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১১ বছর পর সুযোগ পাওয়া ম্যাচে শূন্যে বিদায় ফাওয়াদের

১১ বছর পর সুযোগ পাওয়া ম্যাচে শূন্যে বিদায় ফাওয়াদের - ছবি: সংগৃহীত

দীর্ঘ ১১ বছর পাকিস্তানের হয়ে টেস্ট খেলার সুযোগ পেয়েও শূন্য রানে আউট হন বাঁ-হাতি ব্যাটসম্যান ফাওয়াদ আলম।

বৃহস্পতিবার থেকে সাউদাম্পটনে শুরু হওয়া ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তান একাদশে সুযোগ পান ফাওয়াদ। ছয় নম্বরে ব্যাট হাতে নেমে ৪ বলে শুন্য রান করে বিদায় নেন তিনি। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের বলে লেগ বিফোর হন ফাওয়াদ। রিভিউ নিয়ে ফাওয়াদের বিদায় নিশ্চিত করে ইংল্যান্ড।

২০০৯ সালে ডানেডিনে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন ৩৪ বছর বয়সী ফাওয়াদ।

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেও সুযোগ পাননি ফাওয়াদ। দ্বিতীয় টেস্টে সুযোগ পেয়ে প্রথম পরীক্ষায় ব্যর্থ হয়েছেন এই ব্যাটসম্যান। তবে এখনও দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সুযোগ আছে ফাওয়াদের।

ফাওয়াদের আগে পাকিস্তানের হয়ে বেশি সময় বিরতি দিয়ে টেস্ট খেলেছেন ইউনিস আহমেদ। ১৯৬৯ সালে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর ১৯৮৭ সালে তৃতীয় টেস্ট খেলতে নামেন তিনি। অর্থাৎ ১৭ বছর ১১১ দিন পর জাতীয় দলের হয়ে খেলতে নামেন ইউনিস।

অবশ্য ইউনিস বা ফাওয়াদের চেয়ে বেশি বিরতি দিয়ে টেস্ট খেলার বিশ্ব রেকর্ডটা দখলে রেখেছেন দক্ষিণ আফ্রিকার অফ-স্পিনার জন ট্রাইকোস । ১৯৭০ সালের ৫ মার্চ অস্ট্রেলিয়ার বিপক্ষে দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলেন তিনি।

এরপর বর্ণবাদের কারণে আন্তর্জাতিক অঙ্গনে নিষিদ্ধ হয় দক্ষিণ আফ্রিকা। পরবর্তীতে ১৯৯২ সালের ১৮ অক্টোবর হারারেতে ভারতের বিপক্ষে জিম্বাবুয়ের হয়ে খেলতে নামেন ট্রাইকোস। ফলে ২২ বছর ২২২ দিন বিরতি দিয়ে জাতীয় দলের হয়ে খেলতে নেমে এখনও বিশ্বরেকর্ডের মালিক ট্রাইকোস। শেষ পর্যন্ত ৭ টেস্ট ও ২৭ ওয়ানডে খেলে ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় দেন ৭৩ বছর বয়সী ট্রাইকোস।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল