২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

পাকিস্তানের আরও সাতজন ক্রিকেটার করোনায় আক্রান্ত : পিসিবি

- সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট দলের আরও সাত খেলোয়াড় প্রাণঘাতি করোনাভাইরাসের আক্রান্ত হলেন। এরা হলেন- ফখর জামান, ইমরান খান, কাশিফ ভাট্টি, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান ও ওয়াহাব রিয়াজ। ফলে ইংল্যান্ড সফরের জন্য ঘোষিত দলের সর্বমোট দশজন খেলোয়াড় করোনাভাইরাসের আক্রান্ত হলেন। গতকাল রাতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে কোভিড-১৯ পজিটিভ আসে শাদাব খান, হারিস রউফ এবং হায়দার আলির।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, নতুন করে সাতজন ক্রিকেটারের সাথে জাতীয় দলের ম্যাসাজকর্মী মালাং আলীরও করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এই সাতজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফের করোনা উপসর্গ ছিলো না।

পিসিবি আরও জানিয়েছে, করোনায় আক্রান্ত হওয়া দশজন ক্রিকেটার ও সাপোর্ট স্টাফকে স্বেচ্ছা-আইসোলশেনে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। পিসিবির মেডিক্যাল প্যানেল করোনা আক্রান্তদের সাথে সর্বক্ষন যোগাযোগ রাখছে এবং তাদের চিকিৎসা সর্ম্পকে বিভিন্ন পরামর্শ দিচ্ছে।

আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। আগস্ট থেকে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট ও টি-২০ সিরিজে অংশ নিবে পাকিস্তান। তাই ইংল্যান্ডে যাবার আগে সকল খেলোয়াড় ও স্টাফদের জন্য দু’বার করোনা পরীক্ষার সিদ্বান্ত নেয় পিসিবি।

প্রথম দফার পরীক্ষা শেষে দশজন খেলোয়াড় ও একজন স্টাফের শরীরে করোনা উপস্থিতি পাওয়া গিয়েছে। আগামীকাল ২৫ জুন দ্বিতীয় দফায় আবারো করোনা পরীক্ষা করা হবে। দু’দফার পরীক্ষা শেষে যাদের মধ্যে করোনার উপস্থিতি পাওয়া যাবে, তারা ইংল্যান্ড সফরে যেতে পারবেন না। আর যাদের নেগেটিভ আসবে, তাদের ইংল্যান্ড সফর নিশ্চিত। যারা যেতে পারবে না, তাদের পরিবর্তে কোন খেলোয়াড় নেয়া হবে কি-না, এ ব্যাপারে কিছুই জানায়নি পিসিবি।

ইংল্যান্ডের বিপক্ষে দু’টি সিরিজের জন্য একত্রে ২৯ সদস্যের দল ঘোষনা করে পিসিবি। খেলোয়াড়দের সাথে ১৪ সদস্যের অফিসিয়ালও আছে। চার্টার্ড ফ্লাইটে করে আগামী ২৮ জুন ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে পাকিস্তানের খেলোয়াড় ও অফিসিয়ালরা। ইংল্যান্ডে পৌছে দু’সপ্তাহ কোয়াইরেন্টাইনে থাকবে পুরো দল। কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় পৃথক-পৃথক গ্রুপে অনুশীলন করতে পারবে ক্রিকেটাররা। কোয়াইরেন্টাইন শেষে টেস্ট সিরিজের জন্য পুরোদমে অনুশীলন করবে বাবর-আজহারের দল। বাসস


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল