গাঙ্গুলির পরিবারে করোনার হানা
- নয়া দিগন্ত অনলাইন
- ২০ জুন ২০২০, ২০:০০, আপডেট: ২০ জুন ২০২০, ১৯:৫৫
প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গাঙ্গুলির পরিবারের সদস্যরা। প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতর পক্ষ থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।
সর্তকতা ও কঠোর নিয়ম মেনে চলার পরও গাঙ্গুলির পরিবারের তিনজন সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন। তারা হলেন, গাঙ্গুলির বড় ভাই স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি। এছাড়া গাঙ্গুলির বাসায় কাজ করা এক গৃহকর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন।
স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ি ও গৃহকর্মীর আক্রান্ত হওয়ার পর স্নেহাশিষের করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তার ফল নেগেটিভ এসেছে। তবু তাকে বাধ্যতামূলক হোম আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে চিকিৎসকরা।
প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে জানানো হয়, গত সপ্তাহেই করোনা আক্রান্ত হন স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী এবং শ্বশুর-শ্বাশুড়ি। স্নেহাশিষ গাঙ্গুলির স্ত্রী, শ্বশুর-শ্বাশুড়ি ও গৃহকর্মী কলকাতার মমিপুরে একটি বেসরকারি নার্সিং হোমে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
প্রাদেশিক স্বাস্থ্য অধিদফতরের এক শীর্ষ কর্মকর্তা স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, ‘শারীরিক অসুস্থতার কথা চারজনই আমাদেরকে জানায়। যেসব অসুস্থতা তাদের ছিলো, তা করোনাভাইরাস উপসর্গের সাথে মিলে যায়। পরে তাদের করোনা পরীক্ষা করা হয়। করোনা পজিটিভ হবার পর তাদের মমিপুরের একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয়েছে।’
সূত্র : বাসস
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা