২৯ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ন ১৪৩১, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

১৪৮ কিলোমিটার গতিতে বল করেছেন মাশরাফি

১৪৮ কিলোমিটার গতিতে বল করেছেন মাশরাফি - ছবি : সংগৃহীত

১৭ বছর বয়সে, ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে ঘন্টায় ১৪৭-১৪৮ কিলোমিটার গতিতে ও বল করেছিলেন বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল শেষ হওয়া তামিম ইকবালের লাইভ শো’তে এ তথ্য জানান ম্যাশ। অবশ্য প্রসঙ্গটা তামিমই তুলেছিলেন।

তামিম বলেন, ‘মাশরাফি ভাই, আপনার একটা স্পেলের কথা বলবেন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আমাদের দেশের হয়ে আর কখনও করেননি। মনে পড়ে কোন স্পেল?’

দ্রুত পুরনো স্মৃতি মনে করে মাশরাফি বলেন, ‘২০০১ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ক্রিস কেয়ার্নস, এডাম পেরোরে ও ক্রেইগ ম্যাকমিলানকে যে স্পেলটি করেছিলাম, সেটি মনে পড়ে। চা-বিরতির পর টানা সাত ওভার ১৪০ কিলোমিটারের উপরে বল করেছি। আর কিছু বল ১৪৫-১৪৬ হয়েছিলো। আবার সেদিন ১৪৭-১৪৮ পর্যন্তও গিয়েছিল।’

ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ রানে ৪ উইকেট ও ১০০ রানে ৩ উইকেট শিকার করেন মাশরাফি। মাশরাফির কথা শেষ হতেই মুশফিক তার স্মৃতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিকেএসপিতে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের সময় প্রথম দেখেছি মাশরাফি ভাইকে। আমরা তখন বল বয় ছিলাম। দেখেছি কত জোরে বল করেন। অত জোরে বল জীবনে দেখিনি আমি। রান আপও ছিল বিশাল, এত জোরে বল আগে কখনও কাউকে করতে দেখিনি। সেদিন ব্যাটিংএ ফিফটিও করেছিলেন মাশরাফি ভাই । আমি একটা বল ধরেছিলাম মাঠের বাইরে। দারুণ খুশি ছিলাম যে মাশরাফি ভাইয়ের মারা বল ধরেছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement