০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১, ২ রজব ১৪৪৬
`

১৪৮ কিলোমিটার গতিতে বল করেছেন মাশরাফি

১৪৮ কিলোমিটার গতিতে বল করেছেন মাশরাফি - ছবি : সংগৃহীত

১৭ বছর বয়সে, ২০০১ সালে নিউজিল্যান্ড সফরে ঘন্টায় ১৪৭-১৪৮ কিলোমিটার গতিতে ও বল করেছিলেন বলে জানান বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গতকাল শেষ হওয়া তামিম ইকবালের লাইভ শো’তে এ তথ্য জানান ম্যাশ। অবশ্য প্রসঙ্গটা তামিমই তুলেছিলেন।

তামিম বলেন, ‘মাশরাফি ভাই, আপনার একটা স্পেলের কথা বলবেন, যেটায় আপনি সবচেয়ে জোরে বল করেছেন। এতটা জোরে আমাদের দেশের হয়ে আর কখনও করেননি। মনে পড়ে কোন স্পেল?’

দ্রুত পুরনো স্মৃতি মনে করে মাশরাফি বলেন, ‘২০০১ সালে হ্যামিল্টন টেস্টে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ক্রিস কেয়ার্নস, এডাম পেরোরে ও ক্রেইগ ম্যাকমিলানকে যে স্পেলটি করেছিলাম, সেটি মনে পড়ে। চা-বিরতির পর টানা সাত ওভার ১৪০ কিলোমিটারের উপরে বল করেছি। আর কিছু বল ১৪৫-১৪৬ হয়েছিলো। আবার সেদিন ১৪৭-১৪৮ পর্যন্তও গিয়েছিল।’

ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ রানে ৪ উইকেট ও ১০০ রানে ৩ উইকেট শিকার করেন মাশরাফি। মাশরাফির কথা শেষ হতেই মুশফিক তার স্মৃতি তুলে ধরেন।

তিনি বলেন, ‘বিকেএসপিতে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপের সময় প্রথম দেখেছি মাশরাফি ভাইকে। আমরা তখন বল বয় ছিলাম। দেখেছি কত জোরে বল করেন। অত জোরে বল জীবনে দেখিনি আমি। রান আপও ছিল বিশাল, এত জোরে বল আগে কখনও কাউকে করতে দেখিনি। সেদিন ব্যাটিংএ ফিফটিও করেছিলেন মাশরাফি ভাই । আমি একটা বল ধরেছিলাম মাঠের বাইরে। দারুণ খুশি ছিলাম যে মাশরাফি ভাইয়ের মারা বল ধরেছি।’

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement
দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন তীব্র শীত উপেক্ষা করে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বেড়েছে ফ্যাসিবাদের পতনে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে : মির্জা ফখরুল বিএনপির র‌্যালিতে গুলি : ডিবির সেই এসআই কনক গ্রেফতার নারায়ণগঞ্জের বাজারে ৮ টাকায় বিক্রি হচ্ছে শীতকালীন সবজি ফুলকপি ইসরাইলে হাউছিদের হামলা, পালাতে গিয়ে ১২ ইসরাইলি আহত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ৩ দিনের আল্টিমেটাম জাবালিয়া শরণার্থী শিবির এখন ‘ভূতের শহর’ ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হলেন নয়া দিগন্তের সাইফুল ইসলাম বিপিএলে প্রথম জয়ের দেখা পেল চট্টগ্রাম জবি ছাত্রশিবিরের সভাপতি আসাদুল, সেক্রেটারি রিয়াজুল

সকল