২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ন ১৪৩১, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

মুশফিকের ক্রিম মাখার শব্দে সকালে ঘুম ভাঙ্গতো তামিমের

মুশফিকের ক্রিম মাখার শব্দে সকালে ঘুম ভাঙ্গতো তামিমের - ছবি : সংগৃহীত

গেল ২ মে থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে সাবেক-বর্তমান তারকাদের নিয়ে লাইভ আড্ডা করেছিলেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। শনিবার দিবাগত রাতে সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদকে দিয়ে নিজের লাইভ আড্ডার ইতি টানে তামিম।

শেষ পর্বে মুশফিককে নিয়ে মজার স্মৃতি তুলে ধরেন তামিম।

তিনি বলেন, ‘আমি সর্বপ্রথম মুশফিকের সাথে অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সফরের সময় এক রুমে থাকি। তবে আমার সকালে ওঠার কোনো চিন্তা থাকত না। কারণ মুশফিক তো সবদিক থেকেই পারফেক্ট। শরীরে ক্রিম লাগাতো ভালো করে। তো আমার সকালে ঘুম ভাঙতো কীভাবে, জানেন ভাই? মুশফিকের ক্রিম লাগানোর শব্দ শুনে। সেই শব্দেই আমি উঠে যেতাম। ক্রিম লাগাতো ঠিক আছে। কিন্তু ওর দাঁড়ি ছিলো না। কিন্তু মুখে আফটার শেভ লোশন লাগিয়ে উফ-উফ করে শব্দ করতো। আমি ভাবতাম, শেভ করে না, কিছু করে না, ও মুখে কেন আফটার শেভ লোশন দিতো।’

তামিমের এমন মজার স্মৃতি কথা শুনে হাসতে থাকেন মাশরাফি ও মাহমুদুল্লাহ। পরে মুশফিক বলেন, ‘তখন তো একটু-একটু গোঁফ উঠেছে। সেজন্যই দিতাম আর কী!’
সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement