২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ন ১৪৩০, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

২ বল ছাড়লেই ২ লাখ ডলার! ৩ বছরের জন্য নিষিদ্ধ উমর আকমল

উমর আকমল - সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট টিমের উইকেটকিপার-ব্যাটসম্যান উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে ওই দেশের বোর্ড। দুর্নীতির অভিযোগে আগামী তিন বছর কোনো ঘরোয়া ক্রিকেট ম্যাচও খেলতে পারবেন না উমর, পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এমনই নির্দেশ দেয়া হয়েছে।

অভিযোগ, ম্যাচ ফিক্সিং প্রস্তাব পাওয়া সত্ত্বেও উমর তা গোপন করেন। এই বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তিনি কিছুই জানাননি বলে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার করে বলে দেয়া হয়েছে। আর ওই কারণবশতই পাকিস্তান সুপার লিগেও তাকে খেলতে দেয়া হয়নি। যদিও ওই লিগ কোভিড-১৯ সংক্রমণের কারণে থমকে যায়।

সূত্রের খবর, উমরকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগ দেওয়া হয়নি। সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিসিপ্লিনারি প্যানেলের প্রধান ফজল-এ-মিরান চৌহান তাকে সব ফরম্যাটের ক্রিকেট থেকে তিন বছরের জন্য নিষিদ্ধ বলে ঘোষণা করেন। পিসিবি মিডিয়ার পক্ষ থেকে ট্যুইট করেও জানানো হয়েছে এই খবর।

ভাইয়ের এই নির্বাসনের খবরে হতবাক ভাই কামরান আকমাল। উমর এই শাস্তিকে চ্যালেঞ্জ জানাবেন বলে তার দাবি। কামরানের কথায়, "ন্যায়বিচারের জন্য আমরা সব প্ল্যাটফর্মে যাব। এই অবস্থা থেকে যেভাবেই হোক আমরা বেরোবো।" পাশাপাশিই তিনি আরও জানিয়েছেন যে, তথ্য গোপনের শাস্তি এত বড় হয় না।

কামরানের কথায়, "উমরকে কেন এত কঠিন শাস্তি দেয়া হলো, তা আমার বোধগম্য হচ্ছে না।" তবে এই শাস্তির বিরুদ্ধে তিনি এবং তার পরিবার ভাইয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়বেন বলে আরো জানিয়েছেন কামরান।

ভাবলেশহীন উমর বরাবরই রণংদেহি মেজাজের ব্যাটিংয়ের জন্যই পরিচিত। তার উইকেটকিপিংও বিশ্ব ক্রিকেটে যথেষ্ট সমাদৃত। পাকিস্তানের হয়ে ১৬টি টেস্ট, ১২১টি ওয়ান ডে ও ৮৪ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন উমর আকমল। দীর্ঘ দিন ভাই কামরান আকমলের পরিবর্তে পাকিস্তান ক্রিকেট দলে উইকেটরক্ষকের ভূমিকাও পালন করে এসেছেন উমর।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে উমর আকমল জানিয়েছেন, বুকিরা তাকে দুটি ডেলিভারি ছেড়ে দেয়ার পরিবর্তে দুই লাখ ডলার দেবে বলে জানিয়েছিল। পাশাপাশিই উমর এ-ও জানিয়েছেন যে, সেই প্রস্তাতে তিনি রাজি হননি। কিন্তু তথ্য গোপন করে গেছেন বলেই এই কঠিন শাস্তি ধেয়ে এলো তার জীবনে।


আরো সংবাদ



premium cement
বছরে ১.৩ ট্রিলিয়ন ডলার জলবায়ু অর্থায়নের দাবি বাংলাদেশ অরবিসের সাথে কাজ করতে আগ্রহী : অধ্যাপক ইউনূস ঢাবি সিন্ডিকেটে এখনো বহাল আওয়ামীপন্থী শিক্ষকরা হাসিনা বাকস্বাধীনতা রুদ্ধ করতে দিগন্ত টেলিভিশনসহ অসংখ্য গণমাধ্যম বন্ধ করেছে : ফখরুল শীত শুরু হচ্ছে তবু কমেনি ডেঙ্গুর প্রকোপ ব্যয়বহুল তদন্তেও শনাক্ত হয়নি লাশটি কার ‘রহস্যজনক’ কারণে নেয়া হয়নি ডিএনএ নমুনা নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন যুদ্ধবিরতির মার্কিন চেষ্টার মধ্যে লেবাননে ইসরাইলি হামলায় চিকিৎসাকর্মী নিহত অস্বস্তিতে ক্রেতারা : কমিয়ে দিতে হচ্ছে কেনাকাটা গাজায় ইসরাইলি হামলায় নিহত ৪৪ হাজার ছাড়াল আমরা মানুষের সম্মিলিত প্রজ্ঞাকে সম্মান করি

সকল