২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১, ২৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

সাইকেল চালিয়ে বিপদে শোয়েব

সাইকেল চালিয়ে বিপদে শোয়েব - সংগৃহীত

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে বেশ কয়েক দিন ধরেই নানা কথা বলেছেন পাকিস্তানের সাবেক পেসার শোয়েব আখতার। মানুষকে সচেতন করার লক্ষ্যে নানা বার্তা দিচ্ছেন তিনি। সামাজিক দূরত্ব মেনে চলার উপদেশ দিয়েছেন। আবার যারা তা মানেননি তাদের কঠোর সমালোচনাও করতে দেখা গিয়েছে তাকে।

কিন্তু একটা ভিডিও পোস্ট করে এবার নিজেই সমালোচনার শিকার হলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস। ভিডিওটিতে দেখা যাচ্ছে, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে জনশূন্য রাস্তায় সাইকেল চালাচ্ছেন শোয়েব আখতার। মুখে কোনো মাস্ক নেই শোয়েবের! এমনকি তিনি বলছেন, ‘আমার শহর রাওয়ালপিন্ডিতে সাইকেল চালাচ্ছি। দারুণ আবহাওয়া। ফাঁকা রাস্তা, আর এটাই সেরা শরীরচর্চা।’

করোনা সংক্রমণ এড়াতে ঘরে থাকার পরামর্শ দিচ্ছেন সবাই। এমনকি বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করাও জরুরি। সেখানে আখতারের এমন কাণ্ড কিছুতেই মেনে নিতে পারছেন না নেটিজেনরা। সুযোগ বুঝে সাবেক পাকিস্তানি পেসারের সমালোচনা করতে ছাড়েননি কেউই।
সূত্র : বর্তমান

 


আরো সংবাদ



premium cement