০২ ফেব্রুয়ারি ২০২৫, ১৯ মাঘ ১৪৩১, ২ শাবান ১৪৪৬
`

পাকিস্তানের ক্রিকেটারদের নিয়ে বাটের বিস্ফোরক মন্তব্য

সালমান বাট - ছবি : সংগৃহীত

সম্প্রতি ম্যাচ পাতানো নিয়ে বিতর্ক শুরু হয়েছে পাকিস্তান ক্রিকেটে। সেই বিতর্কটা শুরু করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ। স্থানীয় একটি সংবাদ মাধ্যমে তিনি বলেছিলেন, ‘যারা ম্যাচ পাতানোর সাথে জড়িত, তাদের ফাঁসি হওয়া উচিত।’ এরপর থেকেই বিতর্ক আরো বেড়ে যায়। ম্যাচ পাতানোর জন্য শাস্তি পাওয়া সাবেক ওপেনার সালমান বাট মুখ খুলেছেন। তিনি বলেছেন, ‘পাকিস্তান ক্রিকেটে কেউ সৎ নয়।’

তিনি আরো বলেন, ‘আমি বুঝতে পারছি না কেন এই ইস্যু নিয়ে কথা বলতে হবে এবং এ নিয়ে কারো মতামত দিতে হবে, কারণ এর কোনো মানে নেই। মূলকথা হলো, আইসিসি এবং পিসিবি যেহেতু এসব আইন তৈরি করে, তাই তাদেরকেই এসব নিয়ে কথা বলা উচিত। ব্যক্তিগতভাবে কেউ তো আইন তৈরি করে না। তবে তারা কেন এই ইস্যুতে কথা বলবে?’

এরপর পাকিস্তানের খেলোয়াড়দের সততা নিয়েও প্রশ্ন তুলেছেন বাট। তিনি বলেন, ‘আমি অনেক খেলোয়াড়ের কথা জানি যারা বোর্ডের সাথে ও নির্বাচকদের সাথে ভালো সম্পর্ক গড়ে দলে সুযোগ পেয়েছে। এমন অনেকেই আছে যারা আহামরি পারফরম্যান্স না করতে পারলেও বারবার দলে ডাক পেয়েছে। তবে কি এগুলো দুর্নীতি নয়?’

দু’টি প্রশ্ন যাদের জন্যই বাট ছুঁড়ে দেন না কেন, নিজেই ওই দু’টি প্রশ্নের উত্তর আকার-ইঙ্গিতে দিয়েছেন বাট। তিনি বলেন, ‘‘পাকিস্তান ক্রিকেটে ‘সততা’ নিয়ে কথাই বলা উচিত নয়। কারণ পাকিস্তান ক্রিকেটে কেউই সৎ নয়।’’

বাট নিজে ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্টে ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত হয়েছিলেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় পাঁচ বছর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়েছিলেন তিনি। নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হলেও এখনও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। তবে পিএসএল এবং ঘরোয়া ক্রিকেটে ফিরেছেন বাট। ২০১৬ সালে দলে সুযোগের সম্ভাবনা ছিলো তার। তৎকালীন কোচ ওয়াকার ইউনিস দলে নিতে চেয়েছিলেন বাটকে। কিন্তু তৎকালীন ওয়ানডে ও টি-২০ অধিনায়ক শহীদ আফ্রিদির বিরোধিতায় তা আর সম্ভব হয়নি।


আরো সংবাদ



premium cement
ত্যাগীদের নিয়ে গণমানুষের সংগঠন গড়ে তোলা হবে : আফরোজা খান রিতা জয়পুরহাটে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকচালক নিহত শ্বেতী রোগ কি ছোঁয়াচে, নিরাময়যোগ্য অসুখ? কাউখালীতে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার ৩ ট্রাম্পের মার্কিন সাহায্য হ্রাস : দীর্ঘমেয়াদি সঙ্কটের আশঙ্কা অভিষেকেই বাজিমাত বাংলাদেশের হামজার গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে আলোচনা করবেন নেতানিয়াহু গাজায় আবারো যুদ্ধ শুরুর আশঙ্কা সিরাজগঞ্জে নদীতে ডুবে ৩ শিক্ষার্থী নিখোঁজ : আরো দুজনের লাশ উদ্ধার নির্বাচকের দায়িত্ব ছাড়লেন হান্নান, হতে চান কোচ ৭ জেলায় আংশিক ও মেহেরপুরে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা বিএনপির

সকল